খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান
চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১০টা ১০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।
এর আগে গত বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফেরার পরপরই মাকে দেখতে হাসপাতালে যান তারেক রহমান। এরপর শনিবার (২৭ ডিসেম্বর) আবারও তিনি খালেদা জিয়ার শয্যাপাশে উপস্থিত হন।
সোমবার দিনভর খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আসেন তার পরিবারের সদস্যরাও। সকালে, বিকেলে এবং রাতে একাধিকবার হাসপাতালে যান তার জ্যেষ্ঠ পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। এ ছাড়া খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামিম ইস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমানও হাসপাতালে যান।
খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্যরা নিরাপত্তা জোরদার করেছেন। হাসপাতালের প্রধান ফটক কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের নিজস্ব নিরাপত্তা বাহিনী সিএসএফের সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
সবার দেশ/কেএম




























