খালেদা জিয়ার আদর্শে দেশ পুনর্গঠন করবো: নাহিদ ইসলাম
সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইকে ধারণ করেই বাংলাদেশ পুনর্গঠন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে তিনি সেখানে উপস্থিত হন।
নাহিদ ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং তার সুস্থতা কামনায় সবাই দোয়া করতেন। তিনি বলেন, বাংলাদেশ যখন একটি গভীর সংকটকাল অতিক্রম করছে এবং চব্বিশের গণ-অভ্যুত্থানের পর নতুন করে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়েছে, ঠিক সে সময়ে তিনি জাতির একজন অভিভাবকের ভূমিকায় ছিলেন। এ ক্রান্তিকালে তার উপস্থিতি দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিলো বলেও মন্তব্য করেন তিনি।
বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথা স্মরণ করে এনসিপির আহ্বায়ক বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম পর্যন্ত তার আপসহীন অবস্থান, দৃঢ়তা ও সাহস দেশের গণতন্ত্রকামী এবং মুক্তিকামী মানুষকে বারবার অনুপ্রাণিত করেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, আধিপত্যবাদমুক্ত রাষ্ট্র গঠন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে চব্বিশের প্রজন্ম যে নতুন লড়াই শুরু করেছে, সে লড়াইয়ে বেগম খালেদা জিয়া চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।
নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, বেগম খালেদা জিয়ার সে ঐতিহাসিক লড়াই ও আদর্শকে ধারণ করেই নতুন বাংলাদেশ পুনর্গঠনের পথে এগিয়ে যাওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ফয়জুল করীম। তিনি বলেন, আজ পুরো জাতি শোকাহত। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করে তিনি বলেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন।
এছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নেত্রীদের একজন ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি সম্মানের সঙ্গে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
সবার দেশ/কেএম




























