Header Advertisement

Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৫, ১২ মে ২০২৫

আপডেট: ০০:৫৭, ১২ মে ২০২৫

বৃথা গেলো এমবাপ্পের হ্যাটট্রিক

৭ গোলের থ্রিলারে বার্সার শ্বাসরুদ্ধকর জয়

৭ গোলের থ্রিলারে বার্সার শ্বাসরুদ্ধকর জয়
ছবি: সংগৃহীত

এক কথায় বলা যায়—এ যেন এক ‘এল ক্লাসিকো মহাযুদ্ধ’। রিয়াল মাদ্রিদের মাঠে ৭ গোলের টানটান থ্রিলার ম্যাচে শেষ হাসি হেসেছে বার্সেলোনা। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত হ্যাটট্রিকও হার ঠেকাতে পারেনি লস ব্লাঙ্কোসদের। 

মৌসুমের শেষ এল ক্লাসিকোতে ৪-৩ গোলে জিতে চিরপ্রতিদ্বন্দ্বীকে চতুর্থবারের মতো হারিয়ে দিয়েছে কাতালানরা।

রোববার (১১ মে) অনুষ্ঠিত এ এল ক্লাসিকো শুধু আরেকটি ম্যাচ ছিলো না—এ ছিলো ইতিহাস বদলের মুহূর্ত। ১৯৮২-৮৩ মৌসুমের পর প্রথমবারের মতো এক মৌসুমে চারটি এল ক্লাসিকোতে হারলো রিয়াল মাদ্রিদ। বার্সার এ টানা সাফল্য হান্সি ফ্লিকের দলের শিরোপা স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে দিলো।

ম্যাচের খেলার বিবরণ:

খেলার শুরুতেই রিয়াল মাদ্রিদ যেন বজ্রপাত হয়ে নামে। ম্যাচের ৫ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। এরপর ১৪ মিনিটে ভিনিসিউসের পাস থেকে আরও একটি দুর্দান্ত গোল করেন এ ফরাসি তারকা। মাত্র ১৪ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।

তবে ঘরের মাঠে বার্সেলোনা চুপচাপ বসে থাকার দল নয়। ১৯ মিনিটে কর্নার থেকে এরিক গার্সিয়ার হেডে গোল করে ব্যবধান কমায় বার্সা। এরপর শুরু হয় কাতালানদের রীতিমতো গোল উৎসব।

৩২ মিনিটে ইয়ামালের বাঁকানো শটে সমতায় ফেরে বার্সা। তার ২ মিনিট পরই পেদ্রির পাস থেকে রাফিনিয়ার দুর্দান্ত শটে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে (৪৫ মিনিটে) আবারও গোল করেন রাফিনিয়া, এবার তরেসের সঙ্গে বল দেয়া-নেয়ার দারুণ সমন্বয়ে।

আরও পড়ুন <<>> টানা ষষ্ঠবারের লিগ শিরোপা বার্সেলোনার মেয়েদের

বিরতিতে যাওয়ার আগেই ৪-২ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। রিয়ালের রক্ষণভাগ ছিলো পুরোপুরি ধসে পড়া অবস্থায়।

দ্বিতীয়ার্ধের লড়াই

দ্বিতীয়ার্ধে রিয়াল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। একাধিকবার গোলমুখে আক্রমণ শানালেও বার্সা ডিফেন্স ও গোলরক্ষক সেজনির দৃঢ়তায় ফেরানো যায়নি।

অবশেষে ৭০ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। ভিনিসিউসের পাস থেকে গোল করে স্কোরলাইন করেন ৪-৩। এর মাধ্যমে রিয়ালের জার্সিতে অভিষেক মৌসুমে ৩৯ গোলের বিরল কীর্তি গড়েন তিনি।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ফেরমিন লোপেজের গোলটি বাতিল না হলে ব্যবধান আরও বাড়তে পারতো বার্সার। তবে হাত লাগার কারণে ভিএআরের মাধ্যমে সে গোল বাতিল হয়ে যায়।

রেকর্ড, পরিসংখ্যান ও প্রভাব:

  • এমবাপ্পে একাই ৩ গোল করেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি।
  • বার্সা টানা চতুর্থ এল ক্লাসিকোতে জয় পেলো—যা ৪৩ বছর পর রিয়ালের জন্য এক বিব্রতকর রেকর্ড।
  • লিগে রাফিনিয়ার গোলসংখ্যা দাঁড়াল ১৮-তে।
  • জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষের আরও কাছে চলে গেল হান্সি ফ্লিকের বার্সেলোনা।

এল ক্লাসিকো মানেই আলাদা উত্তেজনা, আর এ ম্যাচ সেটিকে ছাপিয়ে গেলো নাটকীয়তায়, রোমাঞ্চে এবং ইতিহাসে। এমবাপ্পের হ্যাটট্রিক বৃথা গেলো, কারণ শেষ হাসি হেসেছে বার্সেলোনা।

এ জয়ের পর এখন প্রশ্ন—লিগ শিরোপা কি এবার বার্সেলোনার হাতেই উঠবে?

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাকিস্তানের কড়া মার খেয়ে চুপসে গেলো গদি মিডিয়া
টানা ষষ্ঠবারের লিগ শিরোপা বার্সেলোনার মেয়েদের
৭ গোলের থ্রিলারে বার্সার শ্বাসরুদ্ধকর জয়
গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু
হোমনায় যুবলীগ নেতা গ্রেফতার, আতঙ্কে অন্য নেতাকর্মীরা
ঝড় ও বজ্রপাতে সারাদেশে ১৪ জনের মৃত্যু
পালিয়েছেন আবদুল হামিদ: পর্দার আড়ালে কী ডিল হলো?
আওয়ামী লীগ নিষিদ্ধকরণ বিএনপির দাবির প্রতিফলন: মির্জা ফখরুল
শেয়ারমার্কেটে আস্থা ফেরাতে প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা
নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশ নয়: নাহিদ ইসলাম
ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার শুরু চলতি মাসেই
আ.লীগ নিষিদ্ধে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু
আওয়ামী লীগ নিষিদ্ধে ৪৩ দল একাট্টা
২ ম্যাচ হেরেও বিশ্বকাপের টিকিট পেলো বাংলাদেশ নারী দল