বেতিসকে ৯-০ গোলে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন
টানা ষষ্ঠবারের লিগ শিরোপা বার্সেলোনার মেয়েদের

স্পেনের নারী ফুটবলের রাজত্বে কোনো পরিবর্তন নেই—চ্যাম্পিয়ন বার্সেলোনা, আবারও। রোববার (১১ মে) লিগা এফ-এর ম্যাচে রিয়াল বেতিসকে ৯-০ গোলে বিধ্বস্ত করে মৌসুম শেষ হওয়ার আগেই শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনার নারী দল।
এটি তাদের টানা ষষ্ঠ এবং সর্বমোট দশম লিগ শিরোপা।
গোল বন্যায় শিরোপা উৎসব:
রিয়াল বেতিসের বিপক্ষে বার্সেলোনার হয়ে হ্যাটট্রিক করেন ক্লদিয়া পিনা। জোড়া গোল করেন ইওয়া পাজোর ও অধিনায়ক আলেক্সিয়া পুতেলাস। গোল উৎসবে অংশ নেন আরও কয়েকজন খেলোয়াড়। ম্যাচজুড়ে বার্সার মেয়েরা প্রতিপক্ষকে এক মুহূর্তের জন্যও খেলায় ফিরতে দেননি।
আরও পড়ুন <<>> ৭ গোলের থ্রিলারে বার্সার শ্বাসরুদ্ধকর জয়
এ জয়ে ২৯ ম্যাচে ২৭ জয় ও মাত্র ২ হার নিয়ে ৮১ পয়েন্ট সংগ্রহ করেছে বার্সা। সমান ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৭৫ পয়েন্ট, ফলে লিগে আর একটি ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত হয়ে গেছে কাতালানদের।
কোয়াড্রপল জয়ের দোরগোড়ায়:
এ মৌসুমে স্প্যানিশ সুপার কাপ আগেই জিতেছে বার্সেলোনা। আগামী ২৪ মে তারা মুখোমুখি হবে আর্সেনালের, উইমেনস চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। টানা তৃতীয়বার ইউরোপ সেরার মুকুট জয়ের সম্ভাবনা রয়েছে বার্সার সামনে। এরপর ৭ জুন কোপা দে লা রেইনার ফাইনালে আতলেটিকো মাদ্রিদের বিপক্ষে লড়বে তারা। সব ঠিকঠাক চললে বার্সা নারীদের সামনে আবারও কোয়াড্রপল জয়ের ঐতিহাসিক সুযোগ।
বেতিসের জন্য দুঃস্বপ্ন:
এ ম্যাচের ফলাফলে আরও এক বড় সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে—লিগ থেকে অবনমন নিশ্চিত হলো রিয়াল বেতিসের। ২৯ ম্যাচে মাত্র ২৩ পয়েন্ট নিয়ে ১৬ দলের মধ্যে ১৫ নম্বরে রয়েছে তারা।
নতুন কোচের প্রথম মৌসুমেই সাফল্য:
এ মৌসুমেই বার্সেলোনার দায়িত্ব নেন পেরে রোমিউ, সাবেক কোচ জোনাতন জিরাল্ডেজের স্থলাভিষিক্ত হয়ে। অভিষেক মৌসুমেই লিগ জেতানোয় স্বাভাবিকভাবেই প্রশংসা কুড়িয়েছেন তিনি।
ম্যাচশেষে প্রতিক্রিয়া:
হ্যাটট্রিক করা ক্লদিয়া পিনা বলেন, শিরোপা জয়ের জন্য আমরা মৌসুমজুড়েই কঠোর পরিশ্রম করেছি। এ ফলাফল আমাদের ঐক্য, সামর্থ্য এবং লক্ষ্যভেদী খেলোয়াড়দের প্রমাণ।
বার্সেলোনার মেয়েরা এখন শুধু স্পেন নয়, ইউরোপীয় নারী ফুটবলের পরাশক্তি। এবারের মৌসুম তাদের ইতিহাসের আরেকটি স্বর্ণালী অধ্যায় হতে যাচ্ছে কি না—তার উত্তর পাওয়া যাবে ২৪ মে’র ইউরোপীয় ফাইনালে।
সবার দেশ/কেএম