Header Advertisement

Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৬, ১৬ মে ২০২৫

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, অভিযাত্রা থেমে নেই—স্বপ্ন এখন শিরোপা

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, অভিযাত্রা থেমে নেই—স্বপ্ন এখন শিরোপা
ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় দল। ১৮ মে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত/মালদ্বীপের সঙ্গে। আজ (১৬ মে) ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের যুবারা।

ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে তিনটি গোলের উত্তেজনা জমে ওঠে। ৭৩ মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন আশিকুর রহমান। এর ঠিক সাত মিনিট পর, ৮০ মিনিটে মানিকের পাস থেকে ফয়সাল নিজেই ব্যবধান দ্বিগুণ করেন। শেষদিকে, ৮৬ মিনিটে নেপাল একটি গোল ফিরিয়ে আনলেও ম্যাচে সমতা ফেরাতে পারেনি তারা। ইনজুরি সময়ে একাধিক আক্রমণ চালালেও বাংলাদেশের জমাট রক্ষণ আর গোলরক্ষক মাহিনের দৃঢ়তা প্রতিপক্ষের সব চেষ্টা ব্যর্থ করে দেয়।

প্রথমার্ধে যদিও বল দখল ও আক্রমণে এগিয়ে ছিলো নেপাল, তবে বাংলাদেশ গোলরক্ষক মাহিনের সাহসী সেভ ও কিছুটা ভাগ্যের সহায়তায় গোল হজম না করেই বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে দৃঢ়তা, পরিকল্পিত আক্রমণ এবং ফয়সালের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে দলটি।

এ জয়ের মাধ্যমে আগামী ১৮ মে ফাইনালে পা রাখল বাংলাদেশ। শিরোপার লড়াইয়ে লাল-সবুজের মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও মালদ্বীপের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল।

সবার দেশ/কেএম