সার্ককে জাগ্রত করে আঞ্চলিক ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টার
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর আবারও জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকলেও সার্কের চেতনা এখনো নিঃশেষ হয়নি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় একাধিক আঞ্চলিক নেতার একত্র উপস্থিতি প্রমাণ করে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক সংযোগ ও ঐক্যের ভিত্তি এখনো অটুট রয়েছে।