Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৬, ২ অক্টোবর ২০২৫

পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
ছবি: সংগৃহীত

নারী ওয়ানডে বিশ্বকাপে স্বপ্নের মতো সূচনা করেছে বাংলাদেশ। কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচ জিতেছে ১১৩ বল হাতে রেখে।

প্রথমে বোলাররা ম্যাচের ভিত গড়ে দেন। পাকিস্তানকে মাত্র ১২৯ রানে অলআউট করে দেয় বাংলাদেশের বোলিং আক্রমণ। এরপর সহজ লক্ষ্য তাড়া করে জয় নিশ্চিত করে ব্যাটাররা।

বোলারদের দাপট

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান। পেসার মারুফা আক্তারের প্রথম ওভারেই দুটি উইকেট হারায় তারা। ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে উমাইমা সোহেল এবং সিদরা আমিনকে বোল্ড করে সাজঘরে ফেরান মারুফা। ফলে স্কোরবোর্ডে তখন পাকিস্তানের রান ২/২।

সেখান থেকে রামিনা শামিম ও মুনিবা আলি দলকে টেনে নেয়ার চেষ্টা করলেও বেশিদূর যেতে পারেননি। ১২তম ওভারে নাহিদা আক্তার ফেরান মুনিবাকে (৩৫ বলে ১৭)। নিজের পরের ওভারে আবারও আঘাত হানেন নাহিদা, এবার ফেরান রামিনাকে (৩৯ বলে ২৩)।

মাঝে কিছুটা লড়াই করেছিলেন সিদরা নওয়াজ (২০ বলে ১৫), কিন্তু রাবেয়া খানের লেগস্পিনে তিনি এলবিডব্লিউ হন। এরপর আলিয়া রিয়াজ (৪৩ বলে ১৩) আর ফাতিমা সানা (৩৩ বলে ২২) কিছুটা চেষ্টা করলেও সফল হয়নি। শেষ পর্যন্ত ৩৮.৩ ওভারে ১২৯ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস।

বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার দুর্দান্ত বোলিং করে মাত্র ৫ রানে তুলে নেন ৩ উইকেট। মারুফা আক্তার ও নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট।

সহজ রান তাড়া

১৩০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতে ফারজানা হককে (২) হারালেও চাপ নেননি। শারমিন আক্তার ৩০ বলে ১০ রানের ধীর ইনিংস খেলে ফেরার পর ব্যাট হাতে দারুণ দায়িত্বশীল ভূমিকা নেন রুবাইয়া হায়দার।

অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (২৩) ও সোবহানা মোস্তারির (২৪*) সঙ্গে গড়ে তোলেন কার্যকর জুটি। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৭৭ বলে ৫৪ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন রুবাইয়া।

বাংলাদেশ জিতেছে ৭ উইকেট আর ১১৩ বল হাতে রেখে।

টুর্নামেন্টে আত্মবিশ্বাস

দারুণ এ জয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করলো বাংলাদেশ নারী দল। বোলারদের ধারাবাহিকতা ও ব্যাটারদের দায়িত্বশীলতায় একতরফা জয় পেয়ে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও আত্মবিশ্বাসী হয়ে উঠল নিগার সুলতানার দল।

সবার দেশ/কেএম

সর্বশেষ