বইমেলা ২০ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ
আগামী বছরের অমর একুশে বইমেলা নিয়ে চলমান জটিলতার অবসান ঘটেছে। ভাষা শহীদদিবসের মাস ফেব্রুয়ারিতেই এ বার্ষিক আয়োজন অনুষ্ঠিত হবে, যদিও সাধারণত ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়। এবার বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।