Header Advertisement

Sobar Desh | সবার দেশ মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪৮, ৩ মে ২০২৫

আ’লীগ নেতা দাওয়াত খেতে গিয়ে খেলেন মার 

আ’লীগ নেতা দাওয়াত খেতে গিয়ে খেলেন মার 
ছবি: সংগৃহীত

মাগুরায় একটি দাওয়াতে অংশ নিতে গিয়ে ধারালো অস্ত্রধারীদের হামলার শিকার হয়েছেন মীর শহিদুল ইসলাম ওরফে বাবু মীর, যিনি মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

শুক্রবার (২ মে) দুপুরে মাগুরা পৌরসভার ভিটাসাইর গ্রামে জামাল মোল্লার বাড়িতে খাবার খেতে গেলে এ হামলার ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, খাবার শেষ করে বাড়ি থেকে বের হওয়ার মুহূর্তে কয়েকজন যুবক অতর্কিতে তার ওপর হামলা চালায়। অস্ত্রের কোপ থেকে বাঁচতে বাবু মীর ঘরের মধ্যে আশ্রয় নেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বাবু মীরকে উদ্ধার করে গাড়িতে তোলার সময় আবারও হামলার চেষ্টা হয়। পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলীর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, তার হাতে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তবে প্রাথমিক চিকিৎসার পর তিনি হাসপাতাল ত্যাগ করেন। ওসি আইয়ুব আলী বলেন, ঘটনার পর তাকে উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও তিনি কোনো লিখিত অভিযোগ দেননি।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের দাবি করেছেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন ভিটাসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এক যুবদল নেতার ওপর হামলায় জড়িত ছিলেন বাবু মীর। আহত অবস্থায় সে নেতা হাসপাতালে নিতে বাধা দেয়া হয় এবং পরবর্তীতে তিনি মারা যান। ওই ঘটনার প্রতিশোধ নিতেই এ হামলা হয়ে থাকতে পারে বলে অনেকের ধারণা।

উল্লেখ্য, বাবু মীরের নামে একাধিক মামলা রয়েছে এবং তিনি সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন।

সবার দেশ/কেএম