আমদানি-রফতানির পালে লেগেছে হাওয়া
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে আমদানি এলসি (লেটার অব ক্রেডিট) খোলা ও নিষ্পত্তির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, এ বৃদ্ধির পেছনে প্রধান কারণ হিসেবে রেমিট্যান্স ও রফতানি আয়ের ঊর্ধ্বগতিকে চিহ্নিত করা হয়েছে। এ দুই খাতে ডলারের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলোর আমদানি কার্যক্রম সম্প্রসারণে সক্ষমতা বেড়েছে।