গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি: নজরুল ইসলাম খান
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নাগরিকদের মতামত নেয়ার জন্য আসন্ন গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এ কথা জানিয়েছেন। তিনি বলেন, সংস্কারের দাবি বিএনপিই সবার আগে তুলেছে এবং গণভোটে দলটির অবস্থান সুস্পষ্টভাবে সংস্কারের পক্ষে।