হাসনাতের ওপর হামলায় শিবিরের কড়া হুঁশিয়ারি

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। রোববার (৪ মে) ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে জাহিদুল বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের যেসব সাহসী কণ্ঠ আমাদের সঙ্গে সহযাত্রায় আছেন, তাদের ওপর হামলা হলে আমরা ‘জুলাই যোদ্ধারা’ এক কণ্ঠে প্রতিরোধ করবো। গাজীপুরের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘৩৬ জুলাই’-পরবর্তী বাংলাদেশে পুরনো হোক কিংবা নতুন, কোনও ফ্যাসিস্ট শক্তিকেই ছাড় দেয়া হবে না।
এদিকে ঘটনার প্রতিক্রিয়ায় লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য ফেসবুকে লেখেন, হাসনাত আব্দুল্লাহ জুলাই বিপ্লবের আত্মাকে ধারণ করে। তার ওপর হামলা মানে জুলাই বিপ্লবের স্পিরিটের ওপর আঘাত। আমি দেশে থাকলে তাকে বুক দিয়ে আগলে রাখতাম। এখন যারা দেশে আছেন, তারা যেনো তা করেন। ইনকিলাব জিন্দাবাদ!
প্রসঙ্গত, হামলার ঘটনায় ইতোমধ্যে গাজীপুর মহানগর পুলিশ দুজনকে আটক করেছে। গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে রোববার রাতেই তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল ইসলাম।
আটককৃতরা হলেন—বাসন থানার বাসিন্দা নিজাম উদ্দিন তুষার ও জোবায়ের হোসেন শিমুল।
সবার দেশ/কেএম