ছাত্রদলের যু.সা. সম্পাদক তামিম তামজীদ উৎস’র ফেসবুক পোস্ট ভাইরাল
হাসনাতের ওপর হামলার আহ্বান ছাত্রদল নেতার

গাজীপুর নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রোববার (৪ মে) সন্ধ্যায় এ হামলার সময় গাড়িতে থাকা হাসনাত আব্দুল্লাহ হাতে আঘাতপ্রাপ্ত হন। হামলায় তার গাড়িটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়।
এ ঘটনার পর ছাত্রদলের এক নেতার মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তামিম তামজীদ উৎস তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে সারজিস আলমের একটি পোস্ট শেয়ার করে লেখেন, ‘সবাই দ্রুত এগিয়ে যান, যারা হামলা করেছে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন’।
এছাড়াও, হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রসঙ্গে দেয়া আরও কয়েকজনের পোস্টে একই মন্তব্য করেন ছাত্রদলের এ নেতা। তার এমন মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে বলেন, আমরা ছাত্রসংগঠক, ছাত্ররাজনীতি নিয়ে কথা বলায় শ্রেয়। দেখলাম, হাসনাত আব্দুল্লাহর ওপর হামলাকারীদের সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছে ছাত্রদলকর্মী। এখন ছাত্রদল তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, সেটাই দেখার বিষয়।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান কে কতটুকু ধারণ করে তা ইতিমধ্যে প্রমাণিত। এত দ্রুত জুলাইয়ের রক্তাক্ত ইতিহাসকে পরিহাসে রূপান্তর হবে তা ভাবতেও অবাক লাগে।
সবার দেশ/কেএম