Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৩০, ৫ মে ২০২৫

হাসনাতের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল

হাসনাতের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল
ফাইল ছবি

গাজীপুরের চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। রোববার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চান্দনা চৌরাস্তা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

ব্যক্তিগত ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে নাসির বলেন, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ওপর বর্বর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। পতিত ফ্যাসিবাদীদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থ হওয়াই আজ এ হামলার পথ করে দিয়েছে।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে সামনের কাতারে থাকা সংগ্রামীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। একইসঙ্গে, রাজনৈতিকভাবে ফ্যাসিবাদ মোকাবিলার পরিবর্তে কেবল নিজস্ব প্রচারণা নিয়েই ব্যস্ত থাকা কিছু অংশ পরিস্থিতিকে আরও সংকটময় করেছে।

নাসিরের ভাষায়, ব্যক্তিগত উচ্চাভিলাষ নয়, বরং গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষাই আমাদের রাজনীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বরাতে জানা যায়, রোববার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তার জ্যামে আটকে থাকা অবস্থায় একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে হাসনাতের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠি দিয়ে আঘাত করে। এতে গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায় এবং হাসনাত আব্দুল্লাহর হাতে কাঁচের আঘাতে কাটা পড়ে। ঘটনার পরপরই গাড়িবহরটি নিরাপত্তার স্বার্থে বোর্ডবাজারের আইইউটি ক্যাম্পাসে আশ্রয় নেয় এবং পরে তাকে উত্তরা পূর্ব থানার সহায়তায় ঢাকায় স্থানান্তর করা হয়।

এ হামলার প্রতিবাদে গাজীপুরে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাত ৯টার দিকে বিক্ষোভ করেন। একই রাতে রাজধানীতে এনসিপির পক্ষ থেকে মশাল মিছিলও অনুষ্ঠিত হয়।

এনসিপি ঘোষণা দিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে হবে। দলটি একইসঙ্গে জুলাই মাসের গণহত্যায় জড়িতদের বিচার কার্যকর করার দাবিও পুনর্ব্যক্ত করেছে।

সবার দেশ/কেএম