উত্তপ্ত জবি আন্দোলন
উপদেষ্টা মাহফুজের ওপর বোতল নিক্ষেপ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলমান আন্দোলন চূড়ান্ত উত্তেজনায় পৌঁছেছে। বুধবার (১৪ মে) রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এ সময় তারা স্লোগান দিতে থাকেন, ‘ছাত্রবিরোধী প্রশাসন হঠাও’, ‘প্রশাসনের দালাল চাই না!’
ঘটনার পর মাহফুজ আলম সাংবাদিকদের বলেন, একটা নির্দিষ্ট গোষ্ঠী— যাদের আমি স্যাবোট্যুর মনে করি— তারা আন্দোলনে অনুপ্রবেশ করে পরিস্থিতি অশান্ত করে তুলছে। আন্দোলনকে পরিকল্পিতভাবে স্যাবোটাইজ করা হচ্ছে।
এর আগে শিক্ষার্থীরা তিনটি দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পদযাত্রা শুরু করেন। তাদের লক্ষ্য ছিলো প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও করা। তবে পুলিশি বাধার মুখে তারা কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে অবস্থান নেন। বৃষ্টির মাঝেও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যান এবং ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
রাতেই উপাচার্য এবং উপদেষ্টা মাহফুজ আলম ঘটনাস্থলে উপস্থিত হন শিক্ষার্থীদের সঙ্গে সংলাপের উদ্দেশ্যে। কিন্তু ততক্ষণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি— প্রশাসন দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য অধিকার উপেক্ষা করে আসছে, এবং তারা আর আশ্বাসে বিশ্বাস করে না। এখন চাই কেবল বাস্তব পদক্ষেপ।
বিশ্লেষকদের মতে, প্রশাসনের প্রতি আস্থাহীনতা এবং ক্রমাগত প্রতিশ্রুতি ভঙ্গই এ আন্দোলনের বিস্ফোরণ ঘটিয়েছে। আর উপদেষ্টা মাহফুজের ওপর হামলা সে ক্ষোভেরই বহিঃপ্রকাশ।
সাম্প্রতিক পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা এবং শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে কী সিদ্ধান্ত আসে, এখন সেদিকেই নজর সবার।
সবার দেশ/কেএম