৫০ কোটি টাকা ক্ষতিপূরণের দাবি
ঢাবি শিক্ষার্থী সাম্য ও আবু বকরের মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য, আবু বকর ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তি তোফাজ্জল হোসেনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং প্রত্যেকের পরিবারকে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (১৪ মে) ই-মেইলের মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।
নোটিশ পাঠানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি (প্রশাসন ও শিক্ষা), রেজিস্ট্রার, প্রক্টর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও র্যাবের মহাপরিচালক (ডিজি)-এর কাছে।
নোটিশদাতারা হলেন: সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সোলায়মান তুষার, ব্যারিস্টার মাহদী জামান বনি, অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, অ্যাডভোকেট নাইম সরদার (অয়ন) ও অ্যাডভোকেট শাহেদ সিদ্দিকী।
নোটিশে বলা হয়, কর্তৃপক্ষের ব্যর্থতার কারণেই ২০২৪ সালের ১৩ মে শাহরিয়ার সাম্য, ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি আবু বকর সিদ্দিক এবং ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর তোফাজ্জল হোসেন নিহত হন। তাই বিবাদীরা দায় এড়াতে পারেন না।
এ ঘটনায় একটি স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। একইসঙ্গে নিহত তিনজনের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে ৫০ কোটি টাকা করে দেয়ার অনুরোধ জানানো হয়।
ব্যারিস্টার সোলায়মান তুষার বলেন, ঢাবি ক্যাম্পাসে একের পর এক হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের ব্যর্থতায় এ ধরনের ঘটনা ঘটছে। যদি তিন দিনের মধ্যে ব্যবস্থা না নেয়া হয়, তাহলে সুপ্রিম কোর্টে রিট আবেদন করা হবে।
সবার দেশ/কেএম