সৌদির পর্যটকদের জন্য ভ্যাট ফেরত প্রকল্প চালু
সৌদি আরবে পর্যটকদের ক্রয়কৃত পণ্য ও পরিষেবার উপর প্রদত্ত ১৫% মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রস্থানের সময় ফেরত দেয়া হবে। যাকাত, কর ও শুল্ক কর্তৃপক্ষ (ZATCA) এ বিষয়ে ভ্যাট প্রবিধানে সংশোধনী এনেছে, যা ১৮ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হয়েছে।