স্কুটার চালাচ্ছে কুকুর! অবিশ্বাস্য ভিডিও ভাইরাল
চীনের সিচুয়ান প্রদেশের মেইশান শহরে রাস্তায় দেখা গেল এক অবিশ্বাস্য দৃশ্য—চার চাকার স্কুটার চালাচ্ছে একটি কুকুর! ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের বিস্ময়ের সীমা নেই।
ভিডিওতে দেখা যায়, কালো রঙের একটি ল্যাব্রাডার কুকুর স্কুটারের চালকের আসনে দাঁড়িয়ে সামনের স্টিয়ারিং শক্তভাবে ধরে রেখেছে। মুখে ঘেউ ঘেউ আওয়াজ, আর তার চালানো স্কুটারটি ধীরে ধীরে সড়কে এগিয়ে চলছে। আশপাশে থাকা মানুষজনের মুখে বিস্ময়ের অভিব্যক্তি। কেউ কেউ হাসছেন, আবার কেউ অবিশ্বাসে ভিডিও করছেন। এক পথচারী চিৎকার করে বলেন, এ আমি কী দেখছি, কুকুর গাড়ি চালাচ্ছে!
ঘটনার পর স্থানীয় গণমাধ্যম জানায়, এক ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কুকুরটিকে স্কুটার চালানো থেকে বিরত করেন। পরে স্কুটারটি থামানো হয়, তবে কোনও দুর্ঘটনা ঘটেনি।
কুকুরটির মালিক চেন একজন পেশাদার প্রাণী প্রশিক্ষক। তিনি জানিয়েছেন, স্কুটারটি মূলত বয়স্কদের ব্যবহারের জন্য তৈরি, তবে তিনি এর কিছু প্রযুক্তিগত পরিবর্তন করেছেন। স্কুটারটি চালু রাখতে একটি বোতাম চেপে ধরতে হয়, আর বোতাম থেকে পা তুললেই থেমে যায়। এ সহজ কৌশলেই তার কুকুর ‘ওয়েনজি’ এক পা দিয়ে স্কুটার চালাতে পারে।
চেন আরও জানান, গাড়ি চালানোর সময় তিনিও পাশে ছিলেন। কিন্তু কুকুরটির দক্ষতা যাচাই করতে কিছুক্ষণের জন্য তাকে একাই চালাতে দেন। পুলিশ তাকে কোনও জরিমানা করেনি, তবে মৌখিকভাবে সতর্ক করেছে যে কুকুরদের রাস্তা বা সড়কে যান চালানোর অনুমতি নেই।
আরও পড়ুন <<>> সমুদ্রে ভাসানো চিঠির জবাব মিললো ৩১ বছর পর
ওয়েনজির বয়স পাঁচ বছর, প্রজাতি ল্যাব্রাডার। তার মালিকের দাবি, বুদ্ধিমত্তা ও শান্ত স্বভাবের জন্য ওয়েনজি ইতিমধ্যেই এলাকাবাসীর প্রিয় হয়ে উঠেছে। এক মাসের প্রশিক্ষণেই সে স্কুটার চালানো শিখেছে। শুধু তাই নয়—ওয়েনজি এখন স্কেটবোর্ড চালাতে পারে, লাইট জ্বালাতে পারে, এমনকি বাড়ির আবর্জনাও সঠিক স্থানে ফেলে আসতে জানে।
চেন দীর্ঘদিন ধরে প্রাণী প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। তার পরিচালিত প্রশিক্ষণকেন্দ্রে কুকুর ও বিড়ালদের নানা দক্ষতায় প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া তিনি পোষা প্রাণীদের জন্য একটি পেট বোর্ডিং সার্ভিসও চালান, যেখানে প্রাণীগুলোকে নিরাপদ ও যত্নসহকারে রাখা হয়।
ওয়েনজির স্কুটার চালানোর এ ভিডিওটি প্রকাশের পর কয়েক ঘণ্টার মধ্যেই লক্ষাধিক ভিউ হয়, হাজারো মানুষ শেয়ার করেন। কেউ প্রশংসা করছেন ওয়েনজির বুদ্ধিমত্তার, কেউ আবার বলছেন—মানুষ যেখানে ট্রাফিক আইন মানে না, সেখানে কুকুরই যেন উদাহরণ হয়ে উঠেছে।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
সবার দেশ/কেএম




























