বিশ্ব উচ্চ রক্তচাপ দিবসে বিশেষজ্ঞদের সুপারিশ
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়নের তাগিদ
বাংলাদেশে উচ্চ রক্তচাপজনিত রোগ ও মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বাড়ছে। এ বাস্তবতায় রোগ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়নের উপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস শনিবার (১৭ মে) উপলক্ষে রাজধানীর বিএমএ ভবনে ‘উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অগ্রাধিকার: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক আলোচনা সভায় এই সুপারিশ উঠে আসে। আয়োজনে নেতৃত্ব দেয় গবেষণা সংস্থা ‘প্রজ্ঞা’ (প্রগতির জন্য জ্ঞান) এবং সহায়তা করে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)।
সভায় জানানো হয়, দেশে প্রতি চারজন প্রাপ্তবয়স্কের একজন উচ্চ রক্তচাপে ভুগছেন। হৃদরোগ, স্ট্রোক, কিডনি রোগসহ অসংক্রামক রোগে মৃত্যুর অন্যতম প্রধান কারণ এটি। অথচ, স্বাস্থ্য বাজেটে এসব রোগ নিয়ন্ত্রণে বরাদ্দ মাত্র ৪.২ শতাংশ, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ শুরু হলেও অর্থের অভাবে তা সার্বজনীন করা যাচ্ছে না বলেও জানান বক্তারা।
প্রধান আলোচ্য বিষয়গুলো ছিলো:
- বাজেটে বরাদ্দ বাড়ানো ও অর্থ ব্যয়ের কার্যকারিতা নিশ্চিত করা
- প্রাথমিক স্বাস্থ্যসেবায় ওষুধের সহজলভ্যতা
- সচেতনতামূলক উদ্যোগে জোর
- প্রান্তিক জনগোষ্ঠীকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা
সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মোঃ এনামুল হক, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ডা. লিয়াকত আলী, সিবিএইচসি’র প্রোগ্রাম ম্যানেজার ডা. গীতা রানী দেবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ, ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের ডা. মলয় কান্তি মৃধা প্রমুখ।
প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজ্ঞার সমন্বয়ক সাদিয়া গালিবা প্রভা। সঞ্চালনায় ছিলেন চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ এডিটর মীর মাশরুর জামান রনি।
দিবসটির এবারের প্রতিপাদ্য: ‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন এবং দীর্ঘজীবী হোন’।
সবার দেশ/কেএম




























