Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২১, ৯ অক্টোবর ২০২৫

রাজধানীর মালিবাগের শম্পা জুয়েলার্সের সর্বনাশ

বোরকা পরে সিনেমা স্টাইলে চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার গায়েব

বোরকা পরে সিনেমা স্টাইলে চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার গায়েব
ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগে ঘটেছে এক অবিশ্বাস্য চুরির ঘটনা—বোরকা পরে এসে তালা কেটে জুয়েলার্সের দোকান থেকে উধাও ৫০০ ভরি স্বর্ণালঙ্কার! বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে ফরচুন শপিংমলে অবস্থিত ‘শম্পা জুয়েলার্স’-এ ঘটে এ ঘটনাটি।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গভীর রাতে বোরকা পরিহিত দুই ব্যক্তি শপিংমলে প্রবেশ করেন। তারা বেশ কিছুক্ষণ চারপাশ পর্যবেক্ষণ করে তালা কেটে দোকানে ঢুকে পড়ে। কিছু সময় পরেই দোকানের শাটার নামিয়ে দেন এবং অল্প সময়ের মধ্যেই দোকান খালি করে চলে যান।

দোকানের মালিক অচিন্ত কুমার বিশ্বাস জানিয়েছেন, তার দোকানে প্রায় ৪০০ ভরি সোনার অলংকার ও ১০০ ভরি বন্ধকি স্বর্ণ মজুত ছিলো। এছাড়া নগদ ৪০ হাজার টাকাও ছিলো দোকানে। তিনি বলেন,

প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে মার্কেটের দারোয়ান ফোন করে জানায় দোকানের তালা কাটা। ছুটে এসে দেখি—সব খালি! স্বর্ণ, টাকা—সব উধাও।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানান, দোকানের মালিক লিখিত অভিযোগ করেছেন। আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি। চোরচক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে।

মালিবাগের ফরচুন শপিংমল এলাকার ব্যবসায়ীরা বলছেন, এ ধরনের পরিকল্পিত চুরি এ মার্কেটে এ প্রথম। তারা মার্কেটের নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির অভিযোগ তুলেছেন।

একজন দোকান মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, রাতে শপিংমলে সিকিউরিটি থাকলেও এমন চুরি মানা যায় না। নিশ্চয়ই ভেতরের কেউ তথ্য দিয়েছে।

পুলিশ ধারণা করছে, এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ, যারা আগে থেকেই দোকানের অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছিলো।

এ ঘটনায় গোটা মালিবাগ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দোকান মালিক অচিন্ত কুমার বিশ্বাস ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ কোটি টাকা বলে দাবি করেছেন।

তদন্তকারী কর্মকর্তারা জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বোরকা পরিহিত দুই ব্যক্তির পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে এবং আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন