Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৫, ৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:৫০, ৮ ডিসেম্বর ২০২৫

মা-মেয়েকে হত্যার পর স্কুল ড্রেস পরে পালালেন গৃহকর্মী

মা-মেয়েকে হত্যার পর স্কুল ড্রেস পরে পালালেন গৃহকর্মী
সিসিটিভি ফুটেজ থেকে নেয়া ছবি

রাজধানীর মোহাম্মদপুরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে মা ও মেয়েকে হত্যা করার পর মেয়ের স্কুল ড্রেস পরে বাসা থেকে পালিয়ে যান ওই বাসার নতুন গৃহকর্মী। ঘটনা ঘটে শাহজাহান রোডের একটি বাসায়। পুলিশ জানিয়েছে, চার দিন আগে এ গৃহকর্মী বাসাটিতে কাজ শুরু করেন।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে মোহাম্মদপুর থানা পুলিশ বাসার ৭ তলা থেকে মা-মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন মালাইলা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)। নাফিসা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা এম জেড আজিজুল ইসলাম পেশায় শিক্ষক এবং উত্তরার সানবিমস স্কুলে ফিজিক্স পড়ান।

পুলিশ জানায়, হত্যার পর গৃহকর্মী নিজের নাম আয়েশা বলে পরিচয় দেন। তার বয়স আনুমানিক ২০ বছর এবং গ্রামের বাড়ি রংপুর। গৃহকর্মী আয়েশার পরিবার আগুনে মারা গেছে এবং তার শরীরে আগুনে পোড়ার ক্ষত রয়েছে।

ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, নাফিসার বাবা সকাল ৭টার দিকে স্কুলে যান। এরপর সকাল ৯টা ৩৬ মিনিটে আয়েশা কাঁধে স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস নিয়ে বাসা থেকে বের হন। পরে সকাল সাড়ে ১১টার দিকে নাফিসার বাবা বাসায় ফিরে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।

নিহতের বাবা জানিয়েছেন, তাদের বাসায় একজন কাজের মহিলা দরকার ছিলো। দরজায় অনেকেই কাজের সন্ধানে আসতেন। চার দিন আগে আয়েশা বাসার দরজায় এসে কাজের আবেদন করেন এবং স্ত্রী তাকে কাজে রাখেন। প্রথম দুই দিন তিনি সময়মতো আসতেন, তবে ঘটনার দিন সকাল ৯টা ৩০ মিনিটের দিকে বাসায় এসে ভয়াবহ ঘটনাটি ঘটান।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, পুলিশ খবর পেয়ে বাসায় গিয়ে লাশ উদ্ধার করে। মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানেই তার মৃত্যু হয়। লাশ দুটি সুরতহালের পর ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে কিছু তথ্য সংগ্রহ করেছে এবং যাচাই-বাছাই করছে।

এ ঘটনায় পুরো এলাকা চাঞ্চল্যগ্রস্ত এবং পুলিশ অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া গৃহকর্মীকে গ্রেফতারের চেষ্টা করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাদির কিছু হলে সেদিনই সরকারের শেষদিন হবে-কঠোর হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল
জকসু নির্বাচনে ভিপি পদসহ ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
তফসিল ঘোষণার পর লালমনিরহাট জুড়ে উৎসবের আমেজ
নোয়াখালীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
ফুলে ভরেছে যশোরের গদখালী, চাষিদের মুখে ফের হাসি
ভারতীয় আগ্রাসন ও আওয়ামী ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে সোমবার রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধের ডাক
হাদির হামলাকারীদের আশ্রয় দিলে ঢাকায় ভারতীয় দূতাবাস বন্ধ: হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক
বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ধস
সিঙ্গাপুরে নেয়া হচ্ছে হাদিকে, প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স
হাদির ওপর গুলি ‘মাথার ওপর বাজ পড়ার মতো’: সিইসি
বিচারের মুখোমুখি দাউদকান্দির সাবেক চেয়ারম্যান সুমন