বনানী পর্যন্ত যানজট
নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে অচল এয়ারপোর্ট রোড
রাজধানীর কুর্মিটোলা–নিকুঞ্জ এলাকাজুড়ে আজ সকালে সৃষ্টি হয় তীব্র যানজট। নিকুঞ্জ-১ এর সামনে একটি মালবাহী ট্রাক উল্টে পড়ে গেলে এয়ারপোর্ট রোডের একটি লেন দীর্ঘ সময় বন্ধ থাকে এবং যানবাহনের সারি বিস্তৃত হয়ে বনানী পর্যন্ত পৌঁছে যায়।
গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে সকাল ৮টা ৫৩ মিনিটে জানানো হয়—লোডেড ট্রাকটি নিকুঞ্জ-১ আউটগোয়িং লেনে উল্টে থাকায় চলাচল বিঘ্নিত হচ্ছে এবং দ্রুত অপসারণে কাজ চলছে।
পরবর্তীতে সকাল প্রায় সাড়ে ৯টার দিকে আরেক পোস্টে জানানো হয়, ট্রাকটি সরিয়ে ফেলা হয়েছে এবং রাস্তা স্বাভাবিক করতে ট্রাফিক পুলিশ সদস্যরা মাঠে কাজ করছেন।
ভোরে ঘটে যাওয়া এ দুর্ঘটনার কারণে অফিস–স্কুলগামী যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। এয়ারপোর্ট রোডের সারি একদিকে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ পর্যন্ত ছড়িয়ে পড়ে—অন্যদিকে মাটিকাটা ফ্লাইওভার ধরে যানজট মিরপুরের কালশী পর্যন্ত পৌঁছে যায়।
তাৎক্ষণিকভাবে আহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য না পাওয়া গেলেও ট্রাক উল্টে পড়ার কারণ সম্পর্কে কিছু জানায়নি পুলিশ।
সবার দেশ/কেএম




























