Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২২, ১৫ ডিসেম্বর ২০২৫

স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার

হাদির ওপর হামলার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ শুরু

হাদির ওপর হামলার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ শুরু
ছবি: সংগৃহীত

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’, যা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় প্রতিবাদ জানাতে আয়োজন করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করছেন।

সমাবেশ শুরুর আগে শহীদ মিনার চত্বর প্রস্তুতি গ্রহণে মুখর হয়ে ওঠে। মঞ্চ গোছানো, চেয়ার সাজানো ও অন্যান্য আয়োজন শেষে নেতাকর্মীরা একে একে প্রতিবাদী স্লোগান দিতে শুরু করেন। অংশগ্রহণকারীরা ‘আমরা সবাই হাদি হবো, ভুলের মুখে কথা বলব’, ‘নারায়ে তাকবির—আল্লাহু আকবর’ এবং ‘এক হাদি রক্ত দেবে, লক্ষ হাদিস জন্ম নেবে’ মতো স্লোগান উচ্চারণ করেন। তারা হামলাকারীদের দ্রুত বিচার দাবি করেন এবং গণতান্ত্রিক রাজনীতিতে সহিংসতার অবসান চেয়ে কণ্ঠ তুলে ধরেন।

সমাবেশের শুরুতে গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে শরিফ হাদির ওপর হামলার ঘটনা এবং সহিংস রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। বক্তারা শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার আহ্বান জানান এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানাতে বলেন।

আয়োজকরা জানান, এ সমাবেশের উদ্দেশ্য হলো শরিফ হাদির ওপর হামলার প্রতিবাদ জানানো এবং গণতান্ত্রিক রাজনীতিতে সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রদর্শন করা। তারা বলেন, রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু সহিংসতার কোনও জায়গা নেই।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন। তিনি ঢাকার ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন।

গত ১২ ডিসেম্বর (শুক্রবার) পুরানা পল্টনের বক্স–কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুই আততায়ীর একজন তার মাথায় গুলি চালিয়ে পালায়। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হচ্ছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনের নতুন ‘টাইপ ৯৯বি’ ট্যাঙ্ক ভারত সীমান্তে!
শহীদ মিনার থেকে ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যের ডাক
আইএল টি-টুয়েন্টি লিগে তাসকিনের শারজাহ;র জয়
তাসনিয়া ফারিণের ‘শীত বিলাস’ দাবি! নেটদুনিয়ায় ঝড়
আজ মহান বিজয় দিবস
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির গ্রেফতার
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে আগুন
নির্বাচন না হলে যাদের লাভ, হাদির ঘাতক সেখানেই: তারেক রহমান
নতুন গ্যাস কূপ খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট
সিইসির বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিলো ইসি
ইতিহাসের নতুন উচ্চতায় স্বর্ণ, ভরিতে দাম ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা
বেনাপোলে ১৭ লক্ষ টাকাসহ দুই ভারতীয় নারী আটক
গরুর সঙ্গে শত্রুতা, গোয়ালঘরে দুটি জবাই
চট্টগ্রামে ঝুটের গুদামে ভয়াবহ আগুন