Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০০, ১৯ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদির মৃত্যুতে বিএনপি, জামায়াত ও এনসিপির শোক

ওসমান হাদির মৃত্যুতে বিএনপি, জামায়াত ও এনসিপির শোক
ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই আন্দোলনের সম্মুখসারির মুখ শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত সংক্ষিপ্ত শোকবার্তায় বলা হয়েছে—

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

জামায়াতে ইসলামের পক্ষ থেকে প্রকাশিত শোকবার্তায় হাদির মাগফিরাত কামনা করে বলা হয়, আল্লাহ যেন তাকে ক্ষমা ও রহমত দান করেন এবং শাহাদাতের মর্যাদায় জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম প্রদান করেন। দলটির নেতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানান।

এদিকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, গণ–অভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এবং ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অকালপ্রয়াণে দলটির সব পর্যায়ের নেতাকর্মীরা শোকাহত। এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

এর আগে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের পেজ থেকে পৃথকভাবে তার মৃত্যুসংবাদ নিশ্চিত করা হয়।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। চলন্ত মোটরসাইকেল থেকে ছোড়া গুলি তার মাথায় লাগে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় এবং অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শহীদ হাদির রক্তে উত্তাল বাংলাদেশ
শহীদ হাদির জন্য সারা দেশে বিশেষ দোয়া ও কফিন মিছিল
হাদির মৃত্যুর প্রতিবাদে উত্তাল শাহবাগ, জড়ো হচ্ছেন ছাত্র-জনতা
পত্রিকা অফিসে হামলায় মির্জা ফখরুলের তীব্র নিন্দা
হান্নান মাসউদকে প্রকাশ্য হত্যার হুমকি, থানায় জিডি
হাদি আর আমাদের মাঝে নেই, রাজনৈতিক পরিসরে অপূরণীয় ক্ষতি: প্রধান উপদেষ্টা
যেভাবে রাজনীতির কেন্দ্রবিন্দুতে ওসমান হাদি
বিএনপি-জামায়াতের নেতারাও আমার পক্ষে ঢাল হবে: হাসনাত
হাদির খুনিদের ফেরত না দেয়া পর্যন্ত ভারতীয় হাই কমিশন বন্ধ: সারজিস
ভাইয়া, আমার বাচ্চাটার দিকে খেয়াল রাইখেন: শেষবার কেঁদে বলেছিলেন ওসমান হাদি
শহীদ ওসমান হাদির লেখা বিখ্যাত সে কবিতা
হাদির মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে নওফেলের বাসভবনে আগুন
প্রথম আলো কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার হামলা–অগ্নিসংযোগ
ওসমান হাদির মৃত্যুতে বিএনপি, জামায়াত ও এনসিপির শোক
হাদির শাহাদাত দিবসকে ‘জাতীয় সার্বভৌমত্ব দিবস’ ঘোষণার প্রস্তাব
হাদির লাশ শুক্রবার দেশে আসবে: ডা. আহাদ
হাদির মৃত্যুতে উত্তাল ঢাকা, নজিরবিহীন বিক্ষোভ
ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা