Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৯, ১৮ ডিসেম্বর ২০২৫

দেশ এক সাহসী কণ্ঠস্বরকে হারালো: প্রধান বিচারপতি

দেশ এক সাহসী কণ্ঠস্বরকে হারালো: প্রধান বিচারপতি
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সাম্প্রতিক রাজনৈতিক-সামাজিক আন্দোলনের অন্যতম উজ্জ্বল মুখ শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জীবন-মৃত্যুর লড়াইয়ে পরাজিত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় তিনি শাহাদাত বরণ করেন—ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

এর আগে ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হয় এবং কয়েকদিন ধরে সেখানে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছিলো।

হাদির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এক শোকবার্তায় তিনি জানান—শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুর মধ্য দিয়ে দেশ এক সাহসী কণ্ঠস্বরকে হারালো।

প্রধান বিচারপতি বলেন, তরুণদের আন্দোলন, ন্যায়বিচারের দাবি এবং সামাজিক ন্যায়ের পক্ষে হাদির স্পষ্ট অবস্থান তাকে বিশেষভাবে পরিচিত করে তুলেছিল। তার মৃত্যু জাতীয় জীবনে অপূরণীয় শূন্যতা তৈরি করবে।

বিচার বিভাগের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

শরিফ ওসমান হাদি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সহিংসতা, নিপীড়ন ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য আলোচনায় ছিলেন। তার মৃত্যু ঘিরে রাজনীতি, নাগরিক আন্দোলন ও গণমাধ্যমমহলে শোকের ছায়া নেমে এসেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শহীদ হাদির রক্তে উত্তাল বাংলাদেশ
শহীদ হাদির জন্য সারা দেশে বিশেষ দোয়া ও কফিন মিছিল
হাদির মৃত্যুর প্রতিবাদে উত্তাল শাহবাগ, জড়ো হচ্ছেন ছাত্র-জনতা
পত্রিকা অফিসে হামলায় মির্জা ফখরুলের তীব্র নিন্দা
হান্নান মাসউদকে প্রকাশ্য হত্যার হুমকি, থানায় জিডি
হাদি আর আমাদের মাঝে নেই, রাজনৈতিক পরিসরে অপূরণীয় ক্ষতি: প্রধান উপদেষ্টা
যেভাবে রাজনীতির কেন্দ্রবিন্দুতে ওসমান হাদি
বিএনপি-জামায়াতের নেতারাও আমার পক্ষে ঢাল হবে: হাসনাত
হাদির খুনিদের ফেরত না দেয়া পর্যন্ত ভারতীয় হাই কমিশন বন্ধ: সারজিস
ভাইয়া, আমার বাচ্চাটার দিকে খেয়াল রাইখেন: শেষবার কেঁদে বলেছিলেন ওসমান হাদি
শহীদ ওসমান হাদির লেখা বিখ্যাত সে কবিতা
হাদির মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে নওফেলের বাসভবনে আগুন
প্রথম আলো কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার হামলা–অগ্নিসংযোগ
ওসমান হাদির মৃত্যুতে বিএনপি, জামায়াত ও এনসিপির শোক
হাদির শাহাদাত দিবসকে ‘জাতীয় সার্বভৌমত্ব দিবস’ ঘোষণার প্রস্তাব
হাদির লাশ শুক্রবার দেশে আসবে: ডা. আহাদ
হাদির মৃত্যুতে উত্তাল ঢাকা, নজিরবিহীন বিক্ষোভ
ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা