Sobar Desh | সবার দেশ ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:১২, ১৮ মে ২০২৫

আপডেট: ০১:১৩, ১৮ মে ২০২৫

ফরিদপুরে বজ্রপাতে তুলার গোডাউনে আগুন

ফরিদপুরে বজ্রপাতে তুলার গোডাউনে আগুন
.

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে বজ্রাঘাতের ঘটনায় একটি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় এলাকায় ঝড়বৃষ্টি চলছিলো এবং বজ্রপাত হচ্ছিলো। রাত ৯টার দিকে বাজারের ব্যবসায়ী আমির হোসেনের তুলার গোডাউনের পাশে থাকা একটি খেজুর গাছে বজ্রপাত হলে গাছে আগুন ধরে যায়। পরে সে গাছের একটি অংশ গোডাউনের ছাদে পড়ে, সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং তুলা ভর্তি গোডাউনটি মুহূর্তেই দাউ দাউ করে জ্বলতে থাকে।

খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তুলার অধিকাংশ অংশ পুড়ে যায় বলে জানান স্থানীয়রা।

কানাইপুর বাজারের ব্যবসায়ী দিপংকর ঘোষ বলেন, বজ্রপাতের পর খেজুর গাছে আগুন লাগে। পরে সে গাছের একটি অংশ গোডাউনের ছাদে পড়ে এবং মুহূর্তেই তুলা আগুনে পুড়ে যেতে থাকে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, বজ্রপাতের কারণে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমাদের দুইটি ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কিছু সময় লাগবে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের ফলে ব্যবসায়িকভাবে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন মালিক ও স্থানীয় ব্যবসায়ীরা।

সবার দেশ/কেএম