আতঙ্কে যাত্রীরা
ব্রিজের ওপর ১৩ বগি রেখেই চলে গেলো ইঞ্জিন

নেত্রকোণার চল্লিশা রেল ব্রিজে ভয়াবহ এক বিভ্রাট। মোহনগঞ্জগামী ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি হঠাৎ করেই ১৩টি বগি ব্রিজের ওপর ফেলে রেখে ইঞ্জিনসহ একটি বগি নিয়ে এগিয়ে যায় নেত্রকোণা রেলস্টেশনের দিকে। শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টার দিকে ঘটে এ ঘটনা।
জানা গেছে, ট্রেনটি দুপুর ১টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসে। সন্ধ্যায় নেত্রকোণা সদরের চল্লিশা এলাকায় রেল ব্রিজে ওঠার সময় যাত্রীরা হঠাৎ বিকট শব্দ ও তীব্র ঝাঁকুনি অনুভব করেন। এরপরই ট্রেনটি ধীরে ধীরে থেমে যায়। পরে খোঁজ নিয়ে যাত্রীরা জানতে পারেন—ট্রেনের ইঞ্জিন বাকি বগিগুলোকে রেখেই সামনে চলে গেছে।
এক যাত্রী বলেন, আমরা এমন জায়গায় আটকে আছি, যেখানে নামার উপায় নেই। চারপাশ অন্ধকার। এখানে বসে থাকা খুবই ঝুঁকিপূর্ণ।
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পরিচালক জাহিদ হোসেন সাঈদ জানান, ব্রিজে ওঠার সময় প্রথম বগির বাফার সেল ভেঙে যায়। এতে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে থাকা একটি বগি আলাদা হয়ে নেত্রকোণা স্টেশনে চলে যায়। পরে ইঞ্জিনটি আবার ফিরে আসে বিচ্ছিন্ন বগিগুলোর কাছে। তবে রিলিফ ট্রেন না আসায় ট্রেন এখনো সেখানে অবস্থান করছে।
তিনি আরও জানান, ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে এবং এক ঘণ্টার মধ্যেই ট্রেন উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।
এদিকে অন্ধকারে ব্রিজের ওপর দীর্ঘ সময় আটকে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তাহীনতার পাশাপাশি অনিশ্চয়তায় পড়েন নারী ও শিশু যাত্রীরাও।
সবার দেশ/কেএম