Sobar Desh | সবার দেশ রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৯, ২২ জুলাই ২০২৫

১ বছর আগে বিয়ে করেন বিধ্বস্ত বিমানের পাইলট তৌকির

১ বছর আগে বিয়ে করেন বিধ্বস্ত বিমানের পাইলট তৌকির
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো পাইলট তৌফিক ইসলাম সাগর প্রায় এক বছর আগে বিয়ে করেছিলেন। তার মৃত্যুতে রাজশাহীর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (২১ জুলাই) দুপুরে নিহত পাইলটের বাড়িতে পরিবারের সদস্যরা আহাজারি করতে দেখা গেছে।

সাগরের মামা শওকত আলী জানান, ছোটবেলা থেকেই তৌফিকের স্বপ্ন ছিল পাইলট হওয়া। পরিবার চেয়েছিল তিনি সেনাবাহিনীতে অফিসার হবেন, কিন্তু নিজের ইচ্ছার প্রতি সে অটল ছিলেন। পড়ালেখায় মেধাবী ছিলেন তৌফিক। রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত অধ্যয়ন শেষে পাবনা ক্যাডেট কলেজে ভর্তি হয়ে উচ্চ মাধ্যমিক শেষ করেন। এরপর তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন।

তৌফিকের অন্য মামা সেলিম জানান, তার বিয়ে প্রায় এক বছর আগে হলেও আনুষ্ঠানিকতা দুই মাস আগে সম্পন্ন হয়। তার স্ত্রী বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। আগামীকাল (২২ জুলাই) রাজশাহীতে তার দাফন সম্পন্ন হবে।

এদিকে, এ মর্মান্তিক বিমান বিধ্বস্ত ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শতাধিক আহতদের মধ্যে কমপক্ষে ১৭১ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। হাসপাতালের দায়িত্বপ্রাপ্তরা জানিয়েছেন, অধিকাংশ আহতই স্কুল শিক্ষার্থী।

সবার দেশ/কেএম

সর্বশেষ