সারাদেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজায় মানুষের ঢল
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায়ের নাম বেগম খালেদা জিয়া। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের আবহ। রাজধানী থেকে প্রান্তিক জনপদ—সবখানেই ছিলো নীরবতা, কান্না আর প্রার্থনার আবেশ। রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকায় দাফনের পাশাপাশি একই সময়ে সারা দেশের শহর, গ্রাম, হাট-বাজার ও মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে গায়েবানা জানাজা ও দোয়া-মোনাজাত। এতে অংশ নেন লাখো মানুষ।