দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা সাজাতে ব্যস্ত ধামইরহাট
নওগাঁর ধামইরহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজো উপলক্ষে প্রতিমা গুলোতে রং তুলি দিয়ে সাজানো কাজে ব্যস্ত মন্দির কর্তৃপক্ষ।
আগামী ২৮ শে সেপ্টেম্বর থেকে যষ্টি পুজার মাধ্যমে শুরু হতে যাচ্ছে হিন্দু ধমালম্বীদের সবচেয়ে বড ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তারই ধারাবাহিকতায় পূজো মন্ডপগুলোতে প্রতিমা সাজানোর জন্য রং তুলি কাজে ব্যস্ত৷ হিন্দু ধর্মালম্বীদের মাঝে চলছে আনন্দ উৎসব পরিবেশ। উপজেলায় মোট ৩২টি পুজো মন্ডপের মধ্যে পৌর সভায় ৭টি এবং ৮টি ই উনিয়নে ২৫টি পূজোমন্ডপে উদযাপন হতে যাচছে শারদীয় দুর্গাপূজা।
পূজো উৎযাপন কমিটির সভাপতি মহেশ পাল জানান প্রতিবছরে ধামইরহাটে নিরবিঘ্নে পূজা উৎযাপন হয়ে আসছে। তিনি আশাবাদী এ বৎসরে সুষ্ঠ ও সুন্দর ভাবে পুজা উৎযাপিত হবে।
এ বিষয় ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর বলেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃংখলা বাহিনী তাদের কর্মতৎপরতা শুরু করেছে। পূজো চলাকালীন সময়ে যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা মোকাবিলার জন্য আইন শৃংখলা বাহিনী প্রস্তুত থাকবে।
সবার দেশ/কেএম




























