রূপসায় ডুবে গেলো সুন্দরবনের ট্যুরিস্ট জাহাজ
খুলনার রূপসা নদীতে মেরামতের সময় ডুবে গেছে সুন্দরবনগামী পর্যটকবাহী জাহাজ ‘এমভি জিলান’।
রোববার (৫ অক্টোবর) রাত থেকে ধীরে ধীরে জাহাজটি পানিতে তলাতে শুরু করে এবং সোমবার (৬ অক্টোবর) সকালে পুরোপুরি ডুবে যায়।
স্থানীয় সূত্র জানায়, খুলনার কাস্টমঘাট সংলগ্ন বাংলাদেশ শিপ বিল্ডার্স ডকইয়ার্ডে মেরামতের জন্য নোঙর করা ছিলো জাহাজটি। খুলনা ভিত্তিক পর্যটন প্রতিষ্ঠান ‘রেইনবো ট্যুরস’-এর মালিকানাধীন এ জাহাজ সুন্দরবনে নিয়মিত পর্যটন কার্যক্রম পরিচালনা করত।
টোয়াস (ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সুন্দরবন)-এর সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড বলেন, সম্প্রতি তিন দিনের ট্যুর শেষে ‘এমভি জিলান’ খুলনায় ফিরে আসে। মেরামতের সময় এসি ও বাথরুমের কাজ চলছিলো। অসাবধানতাবশত বাথরুমের পাইপলাইন খোলা থাকায় পানি ঢুকে পড়ে, যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। একপর্যায়ে জাহাজটি ডুবে যায়।
জাহাজটির মালিক হারুনুর রশিদের ছেলে মো. জামিল জানান, গোসলের পানি লোড দেয়ার সময় জাহাজটি একদিকে কাত হয়ে পড়ে। এরপর ঢেউয়ের পানিতে তা সম্পূর্ণ তলিয়ে যায়। এতে বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। বর্তমানে জাহাজ উদ্ধারের চেষ্টা চলছে।
এ বিষয়ে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, ঘটনাস্থল বনাঞ্চলের বাইরে হওয়ায় বিষয়টি বন বিভাগের আওতাধীন নয়।
সবার দেশ/কেএম




























