নিরাপদে উদ্ধার
মেঘনায় ডুবোচরে ২০০ যাত্রীসহ আটকে গেলো লঞ্চ
চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বোগদাদিয়া-৭ নামের একটি যাত্রীবাহী লঞ্চ মেঘনা নদীর গজারিয়া লঞ্চঘাটের উত্তর পাশের ডুবোচরে আটকা পড়েছে। লঞ্চটিতে প্রায় ২০০ যাত্রী ছিলেন। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
শনিবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুর কার্যালয়ের উপপরিচালক বাবু লাল বৈদ্য।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, বিকেল ৫টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বোগদাদিয়া-৭। রাত ৮টার দিকে ঝড়ো বাতাস ও ঘনকুয়াশার কারণে নৌপথে দিক হারিয়ে গজারিয়া লঞ্চঘাটের উত্তর পাশে ডুবোচরে আটকে যায় লঞ্চটি। হঠাৎ থেমে যাওয়ায় যাত্রীদের মধ্যে ডাকাত আতঙ্কসহ নানা ভীতি ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে রাত ৯টার পর চাঁদপুর থেকে এমভি ইমাম হাসান-৫ এবং ঢাকা থেকে ছেড়ে আসা বোগদাদিয়া-৮ লঞ্চ ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া লঞ্চের যাত্রীদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়।
বিআইডব্লিউটিএর উপপরিচালক বাবু লাল বৈদ্য বলেন, সৌভাগ্যবশত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। যাত্রীদের সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, বোগদাদিয়া-৭ লঞ্চটি এখনও ডুবোচরে আটকে আছে। জোয়ারের সময় তা সরানোর কাজ শুরু হবে। ইতোমধ্যে লঞ্চটির নিরাপত্তার জন্য নৌপুলিশকে জানানো হয়েছে।
স্থানীয়দের মতে, সম্প্রতি মেঘনা নদীতে ঘনকুয়াশা ও নাব্যতা সংকটের কারণে নৌযান চলাচলে ঝুঁকি বেড়েছে। বিশেষজ্ঞরা নিয়মিত নৌপথ খনন ও নৌযানগুলোর জন্য উন্নত নেভিগেশন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন।
সবার দেশ/কেএম




























