Sobar Desh | সবার দেশ মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৬, ১১ নভেম্বর ২০২৫

আপডেট: ১২:৩৬, ১১ নভেম্বর ২০২৫

সেনা অভিযানে মুন্সীগঞ্জে গোপন অস্ত্র কারখানা উন্মোচিত

সেনা অভিযানে মুন্সীগঞ্জে গোপন অস্ত্র কারখানা উন্মোচিত
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব শীলমন্দি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উন্মোচিত হয়েছে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানা। সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে পরিচালিত এ অভিযানে উদ্ধার করা হয়েছে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও উপকরণ।

সেনাবাহিনীর সদর দফতর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের টহল দল স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। সূত্র জানায়, পূর্ব শীলমন্দি এলাকার সুমন লালের গোডাউনে কিছু অপরিচিত ব্যক্তির সন্দেহজনক চলাফেরার খবর পেয়ে যৌথ টিম সেখানে হানা দেয়।

তল্লাশি চালিয়ে গোডাউন থেকে ৩টি সীসা কার্তুজ, ৫টি লোহার বাট, ৭টি লোহার ব্যারেল, ৭টি রিকয়েল স্প্রিং, একটি ওয়েল্ডিং মেশিন, একটি ড্রিল মেশিন, ৬টি লোহার বোল্ট এবং একটি লেদ মেশিনসহ বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম জানান, আসন্ন জাতীয় নির্বাচন ও ১৩ নভেম্বরকে কেন্দ্র করে নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতি হিসেবে সেখানে অস্ত্র তৈরির কাজ চলছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সম্প্রতি সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে সংঘটিত গোলাগুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্রও ওই স্থান থেকেই সরবরাহ করা হয়েছিলো বলে পুলিশের সন্দেহ।

উদ্ধার করা সরঞ্জাম ও উপকরণ পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা সতর্ক রয়েছে। সন্ত্রাস, নাশকতা ও অবৈধ অস্ত্র কারবারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সাম্প্রতিক সময়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল—বিশেষ করে চর ডুমুরিয়া ও মুন্সিকান্দি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিনিময় ও ককটেল বিস্ফোরণে দুজন নিহত হন। এসব ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছিলো।

এ অবস্থায় সেনা অভিযানে গোপন অস্ত্র কারখানা উন্মোচিত হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে এ কারখানার পেছনে কারা জড়িত এবং কারা এর পৃষ্ঠপোষকতা দিচ্ছিলো—সে বিষয়ে এখনও তদন্ত চলছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি