নৃশংস হত্যাকাণ্ডে চাঞ্চল্য, তদন্তে নেমেছে পুলিশ
রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতির গলা কাটা লাশ উদ্ধার
রংপুরের তারাগঞ্জ উপজেলায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫) এবং তার স্ত্রী সুর্বনা রায় (৬০)–কে নিজ বাড়ি থেকে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শনিবার (৬ডিসেম্বর) রাতের কোনও এক সময়ে খিয়ারপাড়া গ্রামের নিজ বাড়িতে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। ঘটনা জানাজানি হতেই পুরো এলাকায় নেমে আসে শোক ও আতঙ্ক।
ভোরে সাড়া না পেয়ে বাড়ির ভেতরে ঢুকেই লোমহর্ষক দৃশ্য
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন ওই দম্পতি। রোববার ভোরে দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনও সাড়া না পেয়ে প্রতিবেশী দীপক নামে এক ব্যক্তি বাড়ির গেটের সামনে মই লাগিয়ে ভেতরে প্রবেশ করেন। ভেতরে ঢুকেই তিনি প্রথমে রান্নাঘরে সুর্বনা রায়ের গলা কাটা দেহ এবং তারপর ডাইনিং রুমে একই অবস্থায় পড়ে থাকা যোগেশ চন্দ্র রায়ের নিথর দেহ দেখতে পান। সাথে সাথেই তিনি বিষয়টি স্থানীয়দের জানান।
এলাকার সম্মানিত মানুষ ছিলেন যোগেশ রায়
স্থানীয়রা জানিয়েছেন, যোগেশ চন্দ্র রায় ছিলেন রহিমাপুর নয়াহাট মুক্তিযোদ্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং এলাকার একজন সম্মানিত মুক্তিযোদ্ধা। স্বামী–স্ত্রী দুজনই বাড়িতে একসঙ্গে থাকতেন। তাদের দুই ছেলে বর্তমানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত।
মাথায় আঘাত করে হত্যার প্রাথমিক ধারণা
তারাগঞ্জ থানার এসআই আবু ছাইয়ুম জানান, ঘটনাস্থলের প্রাথমিক পর্যবেক্ষণে দুজনকেই মাথায় আঘাত করে হত্যার পর গলা কাটা হয়েছে বলে ধারণা পাওয়া গেছে। তবে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে—তা এখনো পরিষ্কার নয়।
তিনি বলেন, খুনিরা অত্যন্ত পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে বলে মনে হচ্ছে। রহস্য উদ্ঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
প্রশাসন ও গোয়েন্দা সংস্থার তৎপরতা
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাববর হোসেন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় সূত্র জানায়, রংপুর গোয়েন্দা শাখা (ডিবি)কেও তদন্তে যুক্ত করা হয়েছে। এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নৃশংস এ দ্বৈত হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক বাড়ছে। মুক্তিযোদ্ধা দম্পতিকে এভাবে হত্যা করার পেছনে কারা জড়িত, তাদের উদ্দেশ্য কী—সেটি জানতে এখন অপেক্ষা পুলিশের তদন্তের ফলাফলের।
সবার দেশ/কেএম




























