Sobar Desh | সবার দেশ নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩৭, ৩০ ডিসেম্বর ২০২৫

নেত্রকোণা-৪ আসনে বাবর ও তার স্ত্রীর দ্বৈত লড়াই

নেত্রকোণা-৪ আসনে বাবর ও তার স্ত্রীর দ্বৈত লড়াই
ছবি: সংগৃহীত

নেত্রকোণা-৪ আসনে (মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুড়ি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বামী-স্ত্রীর সরাসরি প্রতিদ্বন্দ্বিতার দৃশ্য তৈরি হয়েছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ওই আসনে মনোনয়নপত্র জমা দেয়ার পাশাপাশি একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নেত্রকোণা জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, একই দিনে দুজনই জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিলের পর সাংবাদিকরা স্ত্রীর প্রার্থিতা নিয়ে জানতে চাইলে লুৎফুজ্জামান বাবর এ বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করে বলেন, এ মুহূর্তে তিনি এ বিষয়ে কিছু বলতে পারবেন না।

উল্লেখ্য, তাহমিনা জামান শ্রাবণী এর আগেও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সে সময় তিনি উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছিলেন। ফলে এবারের নির্বাচনে তার প্রার্থিতা স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে নেত্রকোণা-৪ আসনে এবার নারী প্রার্থীর সংখ্যাও নজরকাড়া। স্বামী-স্ত্রীর পাশাপাশি আরও দুই নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন সিপিবির প্রার্থী জলি তালুকদার এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী চম্পা রানী সরকার।

লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক জীবনের দিকে তাকালে দেখা যায়, তিনি প্রথমবার ১৯৯১ সালে নেত্রকোণা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল মোমিনের কাছে পরাজিত হলেও ২০০১ সালে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনের পর তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

স্বামী-স্ত্রীর একসঙ্গে প্রার্থী হওয়ায় নেত্রকোণা-৪ আসনের নির্বাচন এবার বাড়তি কৌতূহল ও রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি