নেত্রকোণা-৪ আসনে বাবর ও তার স্ত্রীর দ্বৈত লড়াই
নেত্রকোণা-৪ আসনে (মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুড়ি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বামী-স্ত্রীর সরাসরি প্রতিদ্বন্দ্বিতার দৃশ্য তৈরি হয়েছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ওই আসনে মনোনয়নপত্র জমা দেয়ার পাশাপাশি একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় নেত্রকোণা জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, একই দিনে দুজনই জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিলের পর সাংবাদিকরা স্ত্রীর প্রার্থিতা নিয়ে জানতে চাইলে লুৎফুজ্জামান বাবর এ বিষয়ে মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করে বলেন, এ মুহূর্তে তিনি এ বিষয়ে কিছু বলতে পারবেন না।
উল্লেখ্য, তাহমিনা জামান শ্রাবণী এর আগেও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সে সময় তিনি উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছিলেন। ফলে এবারের নির্বাচনে তার প্রার্থিতা স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এদিকে নেত্রকোণা-৪ আসনে এবার নারী প্রার্থীর সংখ্যাও নজরকাড়া। স্বামী-স্ত্রীর পাশাপাশি আরও দুই নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন সিপিবির প্রার্থী জলি তালুকদার এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী চম্পা রানী সরকার।
লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক জীবনের দিকে তাকালে দেখা যায়, তিনি প্রথমবার ১৯৯১ সালে নেত্রকোণা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল মোমিনের কাছে পরাজিত হলেও ২০০১ সালে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। ওই নির্বাচনের পর তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
স্বামী-স্ত্রীর একসঙ্গে প্রার্থী হওয়ায় নেত্রকোণা-৪ আসনের নির্বাচন এবার বাড়তি কৌতূহল ও রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করেছে।
সবার দেশ/কেএম




























