Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১০, ২৮ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:১২, ২৮ অক্টোবর ২০২৫

‘ক্যাসিনো সম্রাট’ ইসমাইল চৌধুরীর যাবজ্জীবন কারাদণ্ড

‘ক্যাসিনো সম্রাট’ ইসমাইল চৌধুরীর যাবজ্জীবন কারাদণ্ড
ছবি: সংগৃহীত

অস্ত্র আইনের মামলায় আলোচিত যুবলীগ নেতা ও বহিষ্কৃত ঢাকা দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি সম্রাট পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর বিল্লাল হোসেন।

২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সম্রাটকে গ্রেফতার করে। পরদিন তাকে নিয়ে রাজধানীর কাকরাইলের যুবলীগ কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, একটি পিস্তল এবং বিরল প্রজাতির বন্যপ্রাণীর চামড়া উদ্ধার করা হয়।

বন্যপ্রাণীর চামড়া রাখার দায়ে তাকে সেদিনই ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরে ৭ অক্টোবর রমনা থানায় র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে সম্রাটের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালের ৬ নভেম্বর অস্ত্র মামলায় চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক।

এরপর ২০২৪ সালের ১৬ জানুয়ারি সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। সেদিনই তার জামিন বাতিল করে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। মামলার মোট ১৪ সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ৭ অক্টোবর যুক্তিতর্ক শুনানি শেষ হয়।

সবশেষে মঙ্গলবার ঘোষিত রায়ে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন।

এ রায় ঘোষণার মাধ্যমে বহুল আলোচিত ‘ক্যাসিনো সম্রাট’ হিসেবে পরিচিত ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের মামলার বিচারিক অধ্যায় শেষ হলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি