আপিল বিভাগের রায়
বাগেরহাটে চার আসনই পুনর্বহাল
বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি কমিয়ে তিনটি করার সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে বাগেরহাটে আগের মতোই চারটি আসন কার্যকর থাকবে। একই সঙ্গে গাজীপুরেও পাঁচটি আসন বহাল থাকবে।
বুধবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ নির্বাচন কমিশনের জারি করা সংশোধিত গেজেটকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রাখেন। এতে স্পষ্ট হয়েছে—ইসির বাউন্ডারি পুনর্নির্ধারণ নিয়ে করা পরিবর্তনটি আইনি ভিত্তি পায়নি।
হাইকোর্টের রায়টিকে বহাল রাখায় বাগেরহাট–গাজীপুরে আসনসংখ্যা কমানোর উদ্যোগ আপাতত স্থগিত হয়ে গেলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত আসন্ন নির্বাচনী কৌশল ও এলাকা–ভিত্তিক রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সবার দেশ/কেএম




























