Header Advertisement

Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৩:২৮, ৭ মে ২০২৫

আপডেট: ০৩:৪৩, ৭ মে ২০২৫

পাল্টা আক্রমণ পাকিস্তানের

পাকিস্তান ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে

পাকিস্তান ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে
ছবি: সংগৃহীত

পাকিস্তানের গণমাধ্যম দাবি করেছে, ভারতীয় আগ্রাসনের পর পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান বিমানবাহিনী (PAF) ভারতের দুটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। দেশটির নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে একাধিক পাকিস্তানি সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, ভারতীয় বাহিনী কিছুক্ষণ আগেই পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সে হামলার পরপরই পাকিস্তান বিমানবাহিনী পাল্টা জবাব দেয় এবং দুটি ভারতীয় জেট লক্ষ্য করে গুলি চালায়, যা তাদের নিজ ভূখণ্ডের মধ্যে ভূপাতিত করা হয় বলে দাবি করা হয়েছে।

পাকিস্তানের সামরিক সূত্র বলছে, পাকিস্তান আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নিয়েছে। দেশের আকাশসীমা রক্ষা করতে যা কিছু প্রয়োজন, তা করা হবে।

তবে ভারতের পক্ষ থেকে এখনো পর্যন্ত এ দাবি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় উপমহাদেশে উত্তেজনা আরও চরমে উঠেছে। আগে থেকেই দুই দেশের সীমান্তে সামরিক প্রস্তুতি ও পাল্টাপাল্টি হুমকির আবহ চলছিলো। এখন আকাশপথে সরাসরি সংঘর্ষের দাবি পরিস্থিতিকে নতুন ও ভয়াবহ মোড়ে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

এ মুহূর্তে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে গভীর উদ্বেগ বিরাজ করছে। জাতিসংঘসহ বিভিন্ন শক্তিধর রাষ্ট্র শান্তি রক্ষায় দ্রুত উদ্যোগ নেয়ার আহ্বান জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিস্তারিত আসছে...

সবার দেশ/কেএম