ভারতের ৫ যুদ্ধবিমান ধ্বংস, তিন সেনা নিহত

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানে পাকিস্তানের অন্তত ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যার ফলে পাকিস্তানের আটজন নাগরিক নিহত ও ৩৫ জন আহত হয়েছেন
এ হামলার জবাবে পাকিস্তান পাল্টা হামলা চালিয়ে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে তিনটি ফরাসি নির্মিত রাফাল, একটি রুশ সু-৩০ এবং একটি মিগ-২৯ যুদ্ধবিমান।
ভারতের পক্ষ থেকে চারটি সরকারি সূত্র তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে। এছাড়া, পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের একটি ব্রিগেড সদর দফতর ধ্বংস হয়েছে এবং তিনজন সেনা সদস্য নিহত হয়েছেন।
এ সামরিক উত্তেজনার ফলে ভারতের শেয়ারবাজারে সূচক পতন হয়েছে এবং রুপির মান কমেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ভারতের এ অভিযান ‘অপারেশন সিঁদুর’ নামে পরিচিত, যা পেহেলগামে হামলার ১৫ দিনের মাথায় চালানো হয়।
এ পরিস্থিতিতে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সবার দেশ/কেএম