হল রাজনীতি বন্ধের দাবিতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
শনিবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় তাজউদ্দীন আহমেদ হল থেকে শিক্ষার্থীরা একটি মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সবগুলো হল প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন; হল পলিটিক্সের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘হল পলিটিক্সের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘গণরুমের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘গেস্টরুমের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিক্স নো মোর’, ‘গেস্টরুমের আগমন, রুখে দিতে হবে’, ‘হলে হলে খবর দে, হল পলিটিক্সের কবর দে’।
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী শরিফুল ইসলাম সাকিব বলেন,
বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকতে পারে, কিন্তু হলে কোনো প্রকার রাজনীতি আমরা চাই না। হলে রাজনীতি ফিরলে আবারও গেস্টরুম, গণরুম এবং আধিপত্যের সংস্কৃতি ফিরে আসবে। তাই যেকোনো মূল্যে হল রাজনীতি বন্ধ করতে হবে।
ইতিহাস বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন,
বিগত বছরগুলোতে হল পলিটিক্সের মাধ্যমে ছাত্রলীগ ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। আমরা চাই না সে পুরনো কালচার আবার ফিরুক। অনতিবিলম্বে সব রাজনৈতিক দলের ঘোষিত হল কমিটি বাতিল করতে হবে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন,
আমি হুট করেই কোনও সিদ্ধান্ত দিতে পারি না। শিক্ষার্থীদের দাবিগুলো রোববার একাডেমিক কাউন্সিলে আলোচনা করা হবে। আলোচনা শেষে নীতিগত সিদ্ধান্তের বিষয়ে আশা করা যাচ্ছে।
সবার দেশ/কেএম




























