ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত এ বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীদের অনেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা স্লোগান দেন—‘ভিসি স্যার জানেন নাকি, নীলক্ষেতের নায়ক আপনি’, ‘নীলক্ষেত না ডাকসু, নীলক্ষেত-নীলক্ষেত’, ‘ভিসি না নীলক্ষেত, নীলক্ষেত-নীলক্ষেত’।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কারচুপির বিষয়টি নিয়ে বারবার অভিযোগ জানানো হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা উপেক্ষা করছে। তাদের দাবি, প্রতিটি অভিযোগেরই যথেষ্ট ভিত্তি আছে এবং তা সুষ্ঠুভাবে তদন্ত করা উচিত।
অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এম এ মহমিতুর রহমান বলেন, বিভিন্ন ছাত্রসংগঠন ও স্বতন্ত্র প্রার্থী সূক্ষ্ম কারচুপির অভিযোগ করেছেন। তারা ভোটার লিস্ট ও ব্যালট কোথায় ছাপানো হয়েছে, তা জানতে চেয়েছিলেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গোপনীয়তার অজুহাত দেখিয়ে তথ্য দেয়নি। অথচ একটি প্রতিবেদনে প্রকাশ হয়েছে যে ব্যালটগুলো নীলক্ষেত থেকেই ছাপানো হয়েছিলো।
তিনি আরও অভিযোগ করেন, আমাদের বিশ্বাস, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিকল্পিতভাবে একটি ইঞ্জিনিয়ার্ড নির্বাচন করেছে এবং সেটি গোপন করার চেষ্টা করছে।
শিক্ষার্থীরা এ সময় বলেন, সব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করতে হবে। সে তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করেই তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ বড় জয় পেয়েছে। প্যানেলটি সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস), সহসাধারণ সম্পাদক (এজিএস)সহ ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জয়লাভ করেছে।
সবার দেশ/কেএম




























