Header Advertisement

Sobar Desh | সবার দেশ বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৪, ৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১২:২৫, ৯ এপ্রিল ২০২৫

গ্ল্যামার থেকে গারদে!

হত্যা মামলায় শমী কায়সার গ্রেফতার

নব্বই দশকে ছিলেন ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ। ‘নক্ষত্রের রাত’, ‘দাগ’, ‘পাথর সময়’সহ বহু স্মরণীয় নাটকে তিনি অনবদ্য অভিনয় করেছেন। কিন্তু গত কয়েক বছরে তার নাম বারবার এসেছে ই-কমার্স কেলেঙ্কারি, রাজনৈতিক বিতর্ক এবং এখন সর্বশেষ ফৌজদারি মামলার আসামি হিসেবে।

হত্যা মামলায় শমী কায়সার গ্রেফতার
ফাইল ছবি

ঢাকার উত্তরা পূর্ব থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক ই-ক্যাব সভাপতি শমী কায়সারকে। 

বুধবার (৯ এপ্রিল) সকালে আদালতে এ তথ্য জানানো হয়।

এর আগে, ৫ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘদিন ধরেই আলোচনায় থাকা এ মিডিয়া ব্যক্তিত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও মামলা চলমান ছিল।

গত বছরের ১৪ অক্টোবর মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়।

এর আগেই, ৫ আগস্ট গণবিক্ষোভ এবং রাজনৈতিক অস্থিরতার জেরে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে—রাজনৈতিক পালাবদলের মাঝে ১৪ আগস্ট তিনি ই-ক্যাব সভাপতির পদ থেকেও সরে দাঁড়ান।

শমী কায়সার নব্বই দশকে ছিলেন ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ। ‘নক্ষত্রের রাত’, ‘দাগ’, ‘পাথর সময়’সহ বহু স্মরণীয় নাটকে তিনি অনবদ্য অভিনয় করেছেন। কিন্তু গত কয়েক বছরে তার নাম বারবার এসেছে ই-কমার্স কেলেঙ্কারি, রাজনৈতিক বিতর্ক এবং এখন সর্বশেষ ফৌজদারি মামলার আসামি হিসেবে।

আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানান, মামলার তদন্ত চলমান রয়েছে এবং শমী কায়সারকে রিমান্ডে নেয়ার আবেদন করা হতে পারে। তদন্তসাপেক্ষে প্রয়োজনে অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করা হবে।

রাজনৈতিক পালাবদলের পর অনেক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে মামলা এবং গ্রেফতারের সংখ্যা বেড়েছে। শমী কায়সারের ঘটনাও সে ধারাবাহিকতায় একটি বড় সংযোজন বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সবার দেশ/কেএম