Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:৪৪, ২৭ আগস্ট ২০২৫

ইউনিভার্সিটি অব জেনেভা থেকে মিথিলার পিএইচডি ডিগ্রি অর্জন

ইউনিভার্সিটি অব জেনেভা থেকে মিথিলার পিএইচডি ডিগ্রি অর্জন
ছবি: সংগৃহীত

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার জীবন আরও এক ধাপ এগিয়েছে—তিনি অর্জন করেছেন পিএইচডি ডিগ্রি। গত সোমবার গভীর রাতে মিথিলা নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সুখবর জানিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ভাগাভাগি করেন। এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন পরিচালক সৃজিত মুখার্জিও।

মিথিলা ইউনিভার্সিটি অব জেনেভা থেকে আর্লি চাইল্ডহুড এডুকেশন নিয়ে পিএইচডি সম্পন্ন করেছেন। সৃজিত তাঁর পোস্ট শেয়ার করে লিখেছেন, “অবিশ্বাস্য সাফল্য, অভিনন্দন!”। পোস্টটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা মিথিলাকে অভিনন্দন জানাচ্ছেন।

২০১৯ সালে তাহসানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মিথিলা সৃজিতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় সংসার শুরু হলেও কিছু মাস ধরে তারা ঢাকায় বসবাস করছেন। ব্যক্তিগত জীবনের বিষয়ে কখনোই মিথিলা বা সৃজিত খোলাখুলি কথা বলেননি। মিথিলা এক সাক্ষাৎকারে আইরার দেখভাল নিয়ে বলেন, “একটা বাচ্চাকে বড় করতে পুরো গ্রামের প্রয়োজন। আইরার যত্নের জন্য নানা-নানিদের ও বন্ধুদের সহায়তা বাংলাদেশে রয়েছে।”

শিক্ষাজীবনে মেধাবী মিথিলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। এরপর ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মাস্টার্সে সিজিপিএ ৪-এর মধ্যে ৪ পেয়ে চ্যান্সেলর গোল্ড মেডেল অর্জন করেন। ২০১৪-১৬ শিক্ষাবর্ষে তিনি সমস্ত বিভাগের মধ্যে একমাত্র সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থী ছিলেন।

অভিনয়, সন্তান ও সংসার সামলানো এবং ফুলটাইম চাকরির পাশাপাশি মিথিলা পিএইচডি অর্জনের জন্য ইউনিভার্সিটি অব জেনেভায় পাঁচ বছরের কঠোর অধ্যয়ন চালিয়েছেন। এই অর্জন তার বহুমুখী প্রতিভা ও অধ্যাবসায়ের পরিচয় বহন করে।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

নির্বাচন ও গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ালে লাভ নেই: রিজওয়ানা হাসান
ট্রাম্পকে প্রকাশ্য হত্যার হুমকি, তেহরানের বার্তা ঘিরে উত্তেজনা
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল
বাজার স্থিতিশীল করতে এলপি গ্যাস আমদানির পথে সরকার
ঢাকার তিন পয়েন্টে ফের অবরোধে সাত কলেজের শিক্ষার্থীরা
সিলেট সীমান্তে বিস্ফোরকের রহস্যজনক প্রবেশ: নাশকতার আশঙ্কা
পাঁচ ঘণ্টার স্থগিতাদেশ শেষে ইরানের আকাশসীমা পুনরায় উন্মুক্ত
জামায়াত নেতৃত্বাধীন ইসলামি জোট থেকে সরে দাঁড়াচ্ছে ইসলামী আন্দোলন
শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে স্ত্রীর ফেসবুক পোস্ট
নাজমুলের পদত্যাগে অচলাবস্থা: না খেলার সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা
এনআইডির গোপন তথ্য পাচারে কোটি টাকার কারবার: দুইজন গ্রেপ্তার
বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক