গোয়ার মঞ্চ কাঁপিয়ে রাজকীয় পারিশ্রমিক
তামান্না বিকোলেন ৬ মিনিটেই ৬ কোটিতে!
দক্ষিণী সিনেমার গ্ল্যাম কুইন তামান্না ভাটিয়া আবারও প্রমাণ করলেন—স্টারডমের দৌড়ে তিনি কতটা এগিয়ে। ব্যক্তিগত জীবনে ভাঙাগড়ার গল্প থাকলেও ক্যারিয়ারের গ্রাফ যে এখন ঊর্ধ্বমুখী, সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এ বলিউড অভিনেত্রী।

২০২৫ সালে ‘আজ কি রাত’ আইটেম নম্বর দিয়ে দর্শকের মাঝে তুমুল ঝড় তোলা তামান্না এবার আলোচনায় এলেন পারিশ্রমিকের অঙ্কে। বিদায়ী বছরের শেষ সন্ধ্যায় গোয়ার সমুদ্রসৈকতে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মাত্র কয়েক মিনিটের নৃত্য পরিবেশনায় তিনি হাঁকিয়েছেন কোটি কোটি রুপি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, ওই অনুষ্ঠানে মাত্র ৬ মিনিট মঞ্চে নেচে তামান্না নিয়েছেন ৬ কোটি রুপি। অর্থাৎ প্রতি মিনিটের মূল্য দাঁড়ায় এক কোটি রুপি! বিনোদন দুনিয়ায় এমন পারিশ্রমিক রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সবাইকে।

অনুষ্ঠানস্থলে তামান্নাকে এক ঝলক দেখতেই দর্শকদের ছিলো প্রবল আগ্রহ। চড়া দামে টিকিট বিক্রি হলেও উন্মাদনায় ভাটা পড়েনি। তামান্না মঞ্চে উঠতেই নাম ধরে চিৎকার, করতালি আর উল্লাসে পুরো এলাকা যেন রীতিমতো উৎসবস্থলে পরিণত হয়।

এ জমকালো আয়োজনে তামান্নার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া, জনপ্রিয় ডিজে চেতসসহ আরও কয়েকজন তারকা শিল্পী। তবে সব আলো যেন এসে পড়েছিল তামান্নাকেই ঘিরে।

ব্যক্তিগত জীবনে গত বছর বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদের খবর শিরোনামে থাকলেও কাজের জায়গায় এক মুহূর্তের জন্যও থামেননি তামান্না। ‘আজ কি রাত’ গানটির সাফল্যের পর তাকে দেখা গেছে ‘কাভাল্লা’, ‘গুফর’সহ একের পর এক জনপ্রিয় গানে দুর্দান্ত নৃত্য পরিবেশনায়।

নতুন বছরেও তামান্না ভাটিয়ার এ দাপট আরও বাড়বে বলেই মনে করছেন বিনোদন অঙ্গনের সংশ্লিষ্টরা। পারফরম্যান্স, জনপ্রিয়তা আর পারিশ্রমিক—সব মিলিয়ে তিনি যে এখন পুরোপুরি ‘হট কেক’, তা বলাই বাহুল্য।
সবার দেশ/কেএম




























