অস্কারের ভোটযুদ্ধ শুরু, তালিকা জানা যাবে ২২ জানুয়ারি
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের মনোনয়ন নির্ধারণের ভোটিং প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এ ভোটগ্রহণের মধ্য দিয়েই নির্ধারিত হবে আসন্ন অস্কার আসরের প্রতিযোগিতামূলক বিভাগগুলোর মনোনয়ন।
অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের প্রায় ১১ হাজার ভোটাধিকারপ্রাপ্ত সদস্য সোমবার সকাল ৯টা থেকে ভোট দেওয়া শুরু করেছেন। এ ভোটগ্রহণ চলবে ১৬ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত। এ সময়ের মধ্যে সদস্যরা মোট ১৯টি শাখায় তাদের পছন্দের প্রার্থী ও চলচ্চিত্রের পক্ষে ভোট দিতে পারবেন।
এবারের অস্কার মনোনয়ন প্রক্রিয়া শুরু হচ্ছে এমন এক সময়ে, যখন পুরস্কার মৌসুম ইতোমধ্যেই বেশ উত্তপ্ত। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে অনুষ্ঠিত হয়েছে ৮৩তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস, যা অস্কার দৌড়কে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, গোল্ডেন গ্লোবের ফলাফল এবার স্পষ্ট কোনও একক ফেভারিটের নাম সামনে আনতে পারেনি।
গোল্ডেন গ্লোবে রাজনৈতিক ব্যঙ্গধর্মী ছবি ‘ওয়ান ব্যাটল আফটার আদার’ চারটি পুরস্কার জিতে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। এর মধ্যে ছিলো সেরা ছবি (কৌতুক বা সঙ্গীত) বিভাগ। অন্যদিকে ক্লো ঝাও পরিচালিত ‘হ্যামনেট’ সেরা ছবি (নাটক) বিভাগসহ দুটি গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেছে। বাণিজ্যিক সাফল্যের স্বীকৃতি হিসেবে রায়ান কুগলারের ‘সিনার্স’ সিনেমাটি পেয়েছে বক্স অফিস অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।
চলচ্চিত্রবোদ্ধাদের মতে, গোল্ডেন গ্লোবের এ বিভক্ত ফলাফল অস্কারের ভোটারদের সিদ্ধান্তকে আরও প্রভাবিত করতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, সমালোচকপ্রশংসিত ছবি ও বক্স অফিস সফল ছবির মধ্যে ভারসাম্য রক্ষা করা ভোটারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
অস্কারের মনোনয়নের ভোটগ্রহণ শেষ হবে ১৬ জানুয়ারি বিকাল ৫টায়। এরপর সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এবারের অস্কার মনোনীতদের পূর্ণ তালিকা।
সূত্র: ভ্যারাইটি
সবার দেশ/কেএম




























