পুরনো মন্তব্য ঘিরে নতুন আলোচনা
কেনো বানসালিকে বিয়ে করতে চেয়েছিলেন দীপিকা?
বর্তমানে বলিউডের অন্যতম সুখী দম্পতি হিসেবে পরিচিত দীপিকা পাডুকোন ও রণবীর সিং। প্রেম, বিয়ে, সংসার এবং সন্তানের জন্ম—সব মিলিয়ে তাদের ব্যক্তিগত জীবন এখন পরিপূর্ণতার গল্প। তবে এ সুখী অধ্যায়ের অনেক আগের একটি মন্তব্য সম্প্রতি আবারও আলোচনায় উঠে এসেছে, যেখানে দীপিকা মজা করে বলেছিলেন, তিনি নাকি পরিচালক সঞ্জয়লীলা বানসালিকে বিয়ে করতে চান।
ঘটনাটি বেশ কয়েক বছর আগের। ‘পদ্মাবত’ মুক্তির আগে সালমান খানের জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এ অতিথি হয়ে হাজির হয়েছিলেন দীপিকা পাডুকোন। সেখানেই এক মজার প্রশ্নোত্তর পর্বে এ চমকপ্রদ মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সালমান খান প্রথমে রসিকতা করে জানতে চান, বন্ধ লিফটে কার সঙ্গে আটকে পড়তে চান দীপিকা। উত্তরে অভিনেত্রী হাসিমুখে বলেন, সালমান খানের সঙ্গেই। এতে পাল্টা রসিকতায় ভাইজান বলেন, তিনিও নাকি বন্ধ লিফটে নিজের সঙ্গেই আটকে পড়তে চান।
এরপর সালমান খান আরও মজার এক প্রশ্ন ছুড়ে দেন। তিনটি অপশন—ভালোবাসা, বিয়ে এবং হত্যা—এ তিনটির জন্য দীপিকাকে বেছে নিতে বলা হয় রণবীর সিং, শাহিদ কাপুর ও সঞ্জয়লীলা বানসালির নাম। উত্তরে দীপিকা বলেন, তিনি প্রেম করবেন রণবীর সিংয়ের সঙ্গে, বিয়ে করবেন সঞ্জয়লীলা বানসালিকে এবং ‘হত্যা’ করবেন শাহিদ কাপুরকে।

তখন রণবীর সিংয়ের সঙ্গে দীপিকার প্রেমের গুঞ্জন ছিলো তুঙ্গে। অন্যদিকে শাহিদ কাপুর তখন ইতোমধ্যে বিবাহিত। ফলে পুরো বিষয়টাই যে নিছক রসিকতার অংশ, তা তখনই স্পষ্ট হয়ে যায়। তবু বিয়ের জন্য সঞ্জয়লীলা বানসালির নাম নেয়ায় মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন দীপিকা।
সম্প্রতি সে পুরনো ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এবার সমালোচনার বদলে অনুরাগীদের বড় একটি অংশ বিষয়টিকে হালকা মেজাজের রসিকতা হিসেবেই দেখছেন। অনেকেই মনে করছেন, বানসালির সঙ্গে দীপিকার পেশাদার সম্পর্ক, একাধিক সফল ছবিতে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকেই এ মন্তব্য এসেছে।

উল্লেখ্য, ২০১৮ সালে রণবীর সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা পাডুকোন। ২০২৪ সালে তাদের কন্যাসন্তানের জন্ম হয়। আর গত দীপাবলিতে প্রথমবারের মতো প্রকাশ্যে মেয়ের মুখ দেখান এ তারকা দম্পতি। এখন অতীতের সে মন্তব্য শুধুই এক স্মৃতিময় রসিকতা হয়েই রয়ে গেছে।
সবার দেশ/কেএম




























