নিরাপত্তা চেয়ে ইসির কাছে আবেদন সিগমা-ফুয়াদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-৪ ও বরিশাল-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা এবং ‘আমার বাংলাদেশ (এবি)’ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ পৃথকভাবে নির্বাচন কমিশনের কাছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য লিখিত আবেদন জমা দিয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) তারা দুজনই নির্বাচন ভবনে গিয়ে এ আবেদন দেন।
কাজী রেহা কবির সিগমা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ ও মো. আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে সাক্ষাৎ করে আবেদনপত্র দেন। আবেদনে তিনি উল্লেখ করেছেন, কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে গণসংযোগ শুরু করেছেন এবং ইতোমধ্যেই ব্যাপক জনসমর্থন পেয়েছেন। তার কর্মী ও সমর্থকরা আইনগতভাবে গণসংযোগে সক্রিয় রয়েছেন বলে তিনি জানিয়েছেন।
সিগমা অভিযোগ করেছেন, আইনানুগ গণসংযোগ কার্যক্রমে ভীতি সৃষ্টি ও বাধা প্রদানের উদ্দেশ্যে কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার পুলিশ তার প্রচারণা কার্যক্রমে অবাঞ্ছিত হস্তক্ষেপ করছে। তিনি জানান, গত ১৬ ডিসেম্বর রাত প্রায় ১টার দিকে তার এক নিরপরাধ কর্মী মো. কিয়ামত আলী (৫০) কে গ্রেফতার করে একটি মিথ্যা মামলায় কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। মামলায় তার নাম থাকলেও আসলে তিনি এজাহারভুক্ত নন বলে সিগমা দাবি করেন। তিনি এ ঘটনার কারণে কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি হওয়া এবং নির্বাচনী কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার কথা বলেন।
সিগমা আরও জানিয়েছেন, এ ধরনের পদক্ষেপ পর্যালোচনা করে তদন্ত চালিয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইসির হস্তক্ষেপ কামনা করছেন।
অপর দিকে, বরিশাল-৩ আসনের সম্ভাব্য প্রার্থী ও AB পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদও নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, পুলিশ তাকে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে না।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়ে দিয়েছেন, কমিশন সার্বিকভাবে সব প্রার্থীর নিরাপত্তা বিষয়টি আন্তরিকতার সঙ্গে বিবেচনা করছে। তিনি বলেন, ‘সব প্রার্থী জয়ী হতে পারবেন না; জনগণ যাকে বেশি ভোট দেবেন, তিনিই বিজয়ী হবেন।’ এছাড়া তিনি সকল প্রার্থী ও তাদের সমর্থকদের আচরণ বিধিমালা মেনে চলারও আহ্বান জানান।
সবার দেশ/কেএম




























