জুলাইযোদ্ধাদের সুরক্ষা ছাড়া ইউনূসের সাফল্য ‘থ্রি জিরো’
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট—উভয়ই সামনে। কিন্তু দেশের মাঠে যে পরিবেশ তৈরি হয়েছে, সেটিকে নির্বাচনী উচ্ছ্বাস তো বলা যায়ই না, বরং সরাসরি ‘ভয়, রক্তাক্ত অনিশ্চয়তা ও রাজনৈতিক আনমনে ওঠা-নামার এক নিঃশব্দ ভূকম্পন’ বলা চলে। বরিশালে এবি পার্টির সদস্য সচিব ব্যারিস্টার ফুয়াদের ওপর বর্বর হামলা, আর ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর অতি-প্রশিক্ষিত হামলাকারীর সুনির্দিষ্ট টার্গেট শট—এ দুই ঘটনার মধ্যেই বেরিয়ে এসেছে দেশের রাজনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বাস্তবতার নগ্ন রূপ।