Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৬, ১৮ ডিসেম্বর ২০২৫

যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ছাত্রশক্তির

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে জাতীয় ছাত্রশক্তি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে—বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতের মধ্যেই পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করবে তারা।

১৮ ডিসেম্বর বিকেলে শাহবাগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা আসে। সমাবেশে ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা বক্তব্য দেন—তাদের অভিযোগ, দেশের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, বিপ্লবী নেতাদের ওপর একের পর এক হামলা-হত্যাকাণ্ড ঘটছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কোনও ব্যবস্থা নিচ্ছেন না।

সভাপতি জাহিদ আহসান সরাসরি প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেন,

যদি মনে করেন এ কণ্ঠ আপনার কানে পৌঁছায় না, যমুনায় গিয়ে কণ্ঠ পৌঁছে দেবো। শান্তিতে ঘুমাতে চাইলে আজ রাতেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরান। না হলে রাতে বাসার পাশেই এ কণ্ঠ তুলবো।

তিনি অভিযোগ করেন—ওসমান হাদির ওপর গুলির ঘটনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকাণ্ড এবং সর্বশেষ এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির মৃত্যু–এসবই আইনশৃঙ্খলার ব্যর্থতার চিত্র। রুমিকে দীর্ঘদিন সাইবার বুলিংয়ের মুখে পড়তে হলেও কোনো প্রতিকার পায়নি বলে দাবি করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দেয়ার যুক্তি তুলে ধরে তিনি বলেন, আমাদের আলু-পেঁয়াজ সামলাতে বাণিজ্য ও কৃষি উপদেষ্টা আছেন। কিন্তু এমন একজন মানুষকে স্বরাষ্ট্রে রাখা হচ্ছে যার নিরাপত্তা–বোধ নেই—এটা অন্তর্বর্তী সরকার মেনে নিতে পারে না।

ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পদত্যাগ না করলে রাজপথ ছাড়বো না। প্রয়োজনে যমুনা আবার ঘেরাও করবো, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার দাবিতে করেছিলাম।

সমাবেশজুড়ে নেতাকর্মীরা স্লোগান তোলেন—

হাদিরা মরে না, ২৪ হারে না, ৭১-এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো, শেষ হয়নি যুদ্ধ—ইত্যাদি।

বিক্ষোভ শেষে তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, ভিসি চত্বর ঘুরে আবার শাহবাগে ফিরে আসে এবং শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির অভিযোগ করেন,

ওসমান হাদির ওপর গুলির পর এতদিনেও কাউকে গ্রেফতার করা হয়নি—তার বিপরীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ও দেশের স্বার্থে ‘কঠোর অবস্থান’ নিতে ব্যর্থ হয়েছে। তার দাবি, পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও বাংলাদেশের হয়ে দাঁড়াতে পারেনি—ভারতের তাবেদারি করেই যাচ্ছে।

ছাত্রশক্তির অবস্থান—যদি রাতের মধ্যেই পদত্যাগ না আসে, এবার লক্ষ্য হবে যমুনা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হাদি আর আমাদের মাঝে নেই, রাজনৈতিক পরিসরে অপূরণীয় ক্ষতি: প্রধান উপদেষ্টা
যেভাবে রাজনীতির কেন্দ্রবিন্দুতে ওসমান হাদি
বিএনপি-জামায়াতের নেতারাও আমার পক্ষে ঢাল হবে: হাসনাত
হাদির খুনিদের ফেরত না দেয়া পর্যন্ত ভারতীয় হাই কমিশন বন্ধ: সারজিস
ভাইয়া, আমার বাচ্চাটার দিকে খেয়াল রাইখেন: শেষবার কেঁদে বলেছিলেন ওসমান হাদি
শহীদ ওসমান হাদির লেখা বিখ্যাত সে কবিতা
হাদির মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে নওফেলের বাসভবনে আগুন
প্রথম আলো কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার হামলা–অগ্নিসংযোগ
ওসমান হাদির মৃত্যুতে বিএনপি, জামায়াত ও এনসিপির শোক
হাদির শাহাদাত দিবসকে ‘জাতীয় সার্বভৌমত্ব দিবস’ ঘোষণার প্রস্তাব
হাদির লাশ শুক্রবার দেশে আসবে: ডা. আহাদ
হাদির মৃত্যুতে উত্তাল ঢাকা, নজিরবিহীন বিক্ষোভ
ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
দেশ এক সাহসী কণ্ঠস্বরকে হারালো: প্রধান বিচারপতি
শাহাদাত বরণ করেছেন ওসমান হাদি
রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি
যুক্তরাষ্ট্রে তরুণীকে ধর্ষণ করলো ভারতীয় ক্যাবচালক