টরেন্টোতে প্রবাসী সংবর্ধনায় মনজিল মোরসেদ
প্রবাসীদের অধিকার রক্ষায় ঐক্যের আহ্বান

কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত এক সংবর্ধনা সভায় বাংলাদেশের প্রবাসীদের প্রতি তাদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন এইচআরপিবির (HRPB) কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
বুধবার (১৪ মে) টরেন্টোর ফার্মেসি অ্যাভিনিউর একটি কমিউনিটি সেন্টারে HRPB কানাডা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে তাকে সংবর্ধনা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন HRPB কানাডা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আফিয়া বেগম। বক্তব্য রাখেন সদস্য সচিব অধ্যাপক হাওলাদার এ সামাদ এবং প্রধান উপদেষ্টা আলিমুল হায়দারী।
অনুষ্ঠানে অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা পরিশ্রম করে উপার্জিত অর্থ দিয়ে দেশে জমি, বাড়ি, ব্যবসা-বাণিজ্য গড়ে তুললেও বহু ক্ষেত্রে তারা আইনি দীর্ঘসূত্রিতা ও প্রতারণার শিকার হন। তাদের সম্পত্তি আত্মীয়স্বজন বা স্থানীয় প্রভাবশালীরা দখল করে নেয়। এসব পুনরুদ্ধার করতে গিয়ে প্রবাসীরা মিথ্যা মামলার ফাঁদে পড়ে নিগৃহীত হন এবং দেশে ফিরতেও ভয় পান।
তিনি বলেন, এ পরিস্থিতি থেকে প্রবাসীদের রক্ষা করতে হলে দেশে একটি কার্যকর ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠন করতে হবে, যেখানে তারা দ্রুত বিচার পেতে পারেন। এজন্য তিনি দল-মত নির্বিশেষে প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের ডাক দেন।
মনজিল মোরসেদ বলেন, শুধু কানাডা নয়, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রবাসীরা যদি একত্রিত হয়ে তাদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার হন, তাহলে আইন ও নীতিনির্ধারণ পর্যায়েও তা প্রভাব ফেলবে। তিনি HRPB-এর নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নিতে আহ্বান জানান।
অনুষ্ঠানে কানাডা প্রবাসী বিপুল সংখ্যক বাংলাদেশি অংশ নেন এবং তাদের মধ্যে এ বক্তব্য গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করে। উপস্থিত অনেকেই তাদের অভিজ্ঞতা তুলে ধরেন এবং প্রবাসী ট্রাইব্যুনালের দাবিতে একমত পোষণ করেন।
সবার দেশ/কেএম